Ajker Patrika

আখাউড়ায় বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৬: ০৪
আখাউড়ায় বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শান্তা আক্তার (২৭) নামে এক বাক্প্রতিবন্ধী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার মোগড়া ইউনিয়নের সীমান্তবর্তী বাউতলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা মাজেদা বেগমের দ্বিতীয় বিয়ের পর থেকে শান্তা আক্তার মায়ের সঙ্গে সৎবাবা নাসিরের বাড়িতে বসবাস করতেন। সৎবাবা নাসিরের সঙ্গে শান্তার তেমন বনিবনা ছিল না। তা ছাড়া মাজেদা বেগম প্রায় সময় শিকলবন্ধী করে রাখতেন শান্তা আক্তারকে। 

মঙ্গলবার সকাল ৮টার দিকে শান্তার ঘরের দরজা বন্ধ থাকায় তাঁর মা ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে ঘরের জানালা দিয়ে দেখেন শান্তা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলছেন। এ সময় মাজেদা বেগমের চিৎকারে প্রতিবেশীরা গিয়ে দরজা ভেঙে শান্তাকে উদ্ধার করে। পরে পুলিশ খবর পেয়ে তাঁর লাশ উদ্ধার করে। 

সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) মো. দেলোয়ার হোসেন বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মায়ের সঙ্গে অভিমান করে মেয়েটি আত্মহত্যার করতে পারে। তার পরও এটি হত্যা না আত্মহত্যা, তা নিশ্চিত করতে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত