Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, শিশুসহ আহত ৩ 

প্রতিনিধি, আদর্শ সদর (কুমিল্লা) 
সড়ক দুর্ঘটনায় ২ নারী নিহত, শিশুসহ আহত ৩ 

কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত দুজন নারীর একজন কুমিল্লা নগরীর শিক্ষক শাহিনুর ইসলামের স্ত্রী সাবরিনা আক্তার মমতা। অপরজন সদর দক্ষিণ উপজেলার কমলপুর গ্রামের তাসলিমা আক্তার (২৫)। এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন লাইজু আক্তার (৩৫), শাহিনুর ইসলামের ছেলে আরিয়ান ও বাচ্চুমিয়া (৪০)। তাঁদেরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা শহরমুখী একটি সিএনজি চালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নিহত সাবরিনা আক্তার মমতার স্বামী শাহিনুর ইসলাম বলেন, দুই বাচ্চাকে নিয়ে গ্রামের বাড়ি থেকে শহরের বাড়িতে আসার পথে আমার স্ত্রী সড়ক দুর্ঘটনায় মারা যায়। আমার এক বাচ্চার গুরুতর আশঙ্কা অবস্থায় আছে। বড় ছেলে আবাবির শঙ্কামুক্ত। 

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. নাফিজ ইমতিয়াজ উদ্দিন আহমেদ শিপলু বলেন, মৃত অবস্থায় হাসপাতালে দুজন নারীকে আনা হয়। আহতাবস্থায় তিনজনের মধ্যে এক শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর বাকিদের এখানে চিকিৎসা চলছে। 

সদর দক্ষিণ থানার ওসি দেবাশীষ চৌধুরী জানান, ট্রাকটিকে জব্দ করা হয়েছে, চালক পালিয়েছে। এ ছাড়া মরদেহগুলো কুমিল্লা মেডিকেলে কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৪ বার কল দিয়েছেন ট্রাম্প, ধরেননি মোদি

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

প্রায় ৭ লাখ টাকার ধার শোধ না করায় এসপি থেকে অতিরিক্ত এসপি হলেন নিহার রঞ্জন হাওলাদার

অবৈধ মোবাইল দিয়ে বন্দীরা আমাকে কল করেন, এটা বিস্ময়কর: কারা মহাপরিদর্শক

ন্যূনতম কর একটা কালাকানুন: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত