পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়ির পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহারে এসে শেষ হয়।
পরে বিহারে বৌদ্ধধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবিরগণ ধর্মীয় বাণী প্রচার করেন। এ সময় বৌদ্ধধর্মাবলম্বী দায়ক-দায়িকাগণ বুদ্ধপূজা করেন।
জানা যায়, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।
পার্বত্যাঞ্চলে বৈশাখী পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বী মানুষের ঢল নামে প্রধান সড়ক ও বৌদ্ধবিহারে। উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহসভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীণ শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমাসহ নানা বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেন।
উৎসব উদ্যাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা বলেন, ‘এটা আমাদের অন্যতম প্রধান উৎসব। আগামীকাল ১১ মে শান্তিপুর অরণ্য কুটিরসহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বালন, শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে।
শেষ হবে ১২ মে সারা দিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো ‘জাগতিক সবাই ভালো থাকুক, কারও অমঙ্গল না হোক।’
খাগড়াছড়ির পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহারে এসে শেষ হয়।
পরে বিহারে বৌদ্ধধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবিরগণ ধর্মীয় বাণী প্রচার করেন। এ সময় বৌদ্ধধর্মাবলম্বী দায়ক-দায়িকাগণ বুদ্ধপূজা করেন।
জানা যায়, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।
পার্বত্যাঞ্চলে বৈশাখী পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বী মানুষের ঢল নামে প্রধান সড়ক ও বৌদ্ধবিহারে। উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহসভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীণ শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমাসহ নানা বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেন।
উৎসব উদ্যাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা বলেন, ‘এটা আমাদের অন্যতম প্রধান উৎসব। আগামীকাল ১১ মে শান্তিপুর অরণ্য কুটিরসহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বালন, শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে।
শেষ হবে ১২ মে সারা দিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো ‘জাগতিক সবাই ভালো থাকুক, কারও অমঙ্গল না হোক।’
নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১ সেকেন্ড আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৩১ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগে