Ajker Patrika

পানছড়িতে বুদ্ধপূর্ণিমার মঙ্গল শোভাযাত্রায় মানুষের ঢল

পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২৫, ২১: ২০
পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা
পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

খাগড়াছড়ির পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে। আজ শনিবার সংঘ মিত্র বৌদ্ধবিহার থেকে শোভাযাত্রাটি বের হয়ে পানছড়ি জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় বৌদ্ধবিহারে এসে শেষ হয়।

পরে বিহারে বৌদ্ধধর্মীয় গুরু জিতানন্দ মহাস্থবির, সুদর্শী মহাস্থবির ও অশ্বজিৎ স্থবিরগণ ধর্মীয় বাণী প্রচার করেন। এ সময় বৌদ্ধধর্মাবলম্বী দায়ক-দায়িকাগণ বুদ্ধপূজা করেন।

জানা যায়, বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বৈশাখ মাসের এই পূর্ণিমা দিবসে মহামানব বুদ্ধের জীবনের তিনটি গুরুত্বপূর্ণ ঘটনা সংঘটিত হয়েছিল বলে দিনটি ‘বুদ্ধপূর্ণিমা’ নামে খ্যাত।

পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা
পানছড়িতে বৈশাখী পূর্ণিমা ও বুদ্ধপূর্ণিমা উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা। ছবি: আজকের পত্রিকা

পার্বত্যাঞ্চলে বৈশাখী পূর্ণিমার মঙ্গল শোভাযাত্রায় যোগ দিতে পাহাড়ের বৌদ্ধধর্মাবলম্বী মানুষের ঢল নামে প্রধান সড়ক ও বৌদ্ধবিহারে। উৎসব ঘিরে শান্তিপুর অরণ্য কুটিরের সহসভাপতি অসেতু বিকাশ চাকমা, সম্পাদক সুব্রত চাকমা, পানছড়ি সদর ইউপি চেয়ারম্যান উচিত মনি চাকমা, প্রবীণ শিক্ষক যুগান্তর চাকমা, সরল বিকাশ চাকমাসহ নানা বয়সী হাজারো নারী-পুরুষ অংশ নেন।

উৎসব উদ্‌যাপন কমিটির সভাপতি নীতি পূর্ণ চাকমা বলেন, ‘এটা আমাদের অন্যতম প্রধান উৎসব। আগামীকাল ১১ মে শান্তিপুর অরণ্য কুটিরসহ প্রতিটি বিহারে সন্ধ্যায় হাজার বাতি প্রজ্বালন, শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হবে।

শেষ হবে ১২ মে সারা দিনের কার্যক্রমের মধ্য দিয়ে। আমরা জগতের সবার মঙ্গল কামনা করছি। এ উৎসবে চাওয়া হলো ‘জাগতিক সবাই ভালো থাকুক, কারও অমঙ্গল না হোক।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত