নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ২০ মিনিট। ঝিনুকের আদলে গড়া কক্সবাজারের চৌধুরীপাড়া স্টেশনে পৌঁছাল কক্সবাজার রুটের নতুন ট্রেন। এতে ছিল অত্যাধুনিক ১৯ বগি। ৩ হাজার সিরিজের নতুন ইঞ্জিনও। যিনি চালিয়ে আনলেন, তাঁর ট্রেন চালানোর অভিজ্ঞতা প্রায় ১০ বছরের। চালিয়েছেন সোনার বাংলা, তূর্ণা, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো ট্রেন।
তবে কক্সবাজার রুটে মঙ্গলবার ট্রেন চালানোর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলে জানান লোকো পাইলট মাহফুজুর রহমান।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এই বিশাল বগির বহর নিয়ে চট্টগ্রাম স্টেশন ছাড়ে এই স্পেশাল ট্রেনটি। ট্রেনটিতে উঠে আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেললাইন প্রকল্প উদ্বোধন করবেন। তাই ট্রেনটিতে ছিল বাড়তি নিরাপত্তা।
টাইম-টেবিল এখনো নির্ধারিত না হওয়ায় ট্রেনচালক সর্বোচ্চ গতি তুলেছেন মাত্র ৫৫ কিলোমিটার। তবে তাঁর মতে, এই রুটে গতি ঘণ্টায় ৮০–৯০ কিলোমিটারও তোলা যাবে সহজে। কিন্তু টাইম-টেবিল নির্ধারিত না হওয়ায় ট্রেন ধীরে চালিয়েছেন চালক মাহফুজ। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন চালক। তাঁরা হলেন—সাজু কুমার দাস, রুকন মিয়া ও বেলায়েত হোসেন।
এর আগে কক্সবাজারে ট্রেনের ট্রায়াল রানের ট্রেনটিও চালিয়েছিলেন মাহফুজ। তবে মঙ্গলবারেরটি বিশেষ ট্রেন হওয়ায় এ ঘটনার সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লোকো পাইলট মাহফুজুর রহমান। জানালেন এই রুটে ট্রেন চালিয়ে আবেগে আপ্লুত হওয়ার কথাও। ‘দেখেন, কক্সবাজার সমুদ্রের পাড় ঘেঁষে ট্রেন গেছে। সংরক্ষিত বনাঞ্চল, মেঠোপথ মাড়িয়ে সমুদ্রের কাছে গিয়ে ট্রেন থামা অন্যরকম আবেগ। প্রেমেই পড়ে গেলাম!’ বলেন মাহফুজ।
রুকন মিয়া বলেন, ‘এই রুটে ট্রেন আসাটা একসময় কল্পনাতীত ছিল। সেই কাজটি করে দেখিয়েছে সরকার।’
ঘড়িতে তখন সন্ধ্যা ৬টা ২০ মিনিট। ঝিনুকের আদলে গড়া কক্সবাজারের চৌধুরীপাড়া স্টেশনে পৌঁছাল কক্সবাজার রুটের নতুন ট্রেন। এতে ছিল অত্যাধুনিক ১৯ বগি। ৩ হাজার সিরিজের নতুন ইঞ্জিনও। যিনি চালিয়ে আনলেন, তাঁর ট্রেন চালানোর অভিজ্ঞতা প্রায় ১০ বছরের। চালিয়েছেন সোনার বাংলা, তূর্ণা, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসের মতো ট্রেন।
তবে কক্সবাজার রুটে মঙ্গলবার ট্রেন চালানোর অভিজ্ঞতা একেবারেই ভিন্ন বলে জানান লোকো পাইলট মাহফুজুর রহমান।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে এই বিশাল বগির বহর নিয়ে চট্টগ্রাম স্টেশন ছাড়ে এই স্পেশাল ট্রেনটি। ট্রেনটিতে উঠে আগামী ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেললাইন প্রকল্প উদ্বোধন করবেন। তাই ট্রেনটিতে ছিল বাড়তি নিরাপত্তা।
টাইম-টেবিল এখনো নির্ধারিত না হওয়ায় ট্রেনচালক সর্বোচ্চ গতি তুলেছেন মাত্র ৫৫ কিলোমিটার। তবে তাঁর মতে, এই রুটে গতি ঘণ্টায় ৮০–৯০ কিলোমিটারও তোলা যাবে সহজে। কিন্তু টাইম-টেবিল নির্ধারিত না হওয়ায় ট্রেন ধীরে চালিয়েছেন চালক মাহফুজ। তাঁর সঙ্গে ছিলেন আরও তিনজন চালক। তাঁরা হলেন—সাজু কুমার দাস, রুকন মিয়া ও বেলায়েত হোসেন।
এর আগে কক্সবাজারে ট্রেনের ট্রায়াল রানের ট্রেনটিও চালিয়েছিলেন মাহফুজ। তবে মঙ্গলবারেরটি বিশেষ ট্রেন হওয়ায় এ ঘটনার সাক্ষী হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন লোকো পাইলট মাহফুজুর রহমান। জানালেন এই রুটে ট্রেন চালিয়ে আবেগে আপ্লুত হওয়ার কথাও। ‘দেখেন, কক্সবাজার সমুদ্রের পাড় ঘেঁষে ট্রেন গেছে। সংরক্ষিত বনাঞ্চল, মেঠোপথ মাড়িয়ে সমুদ্রের কাছে গিয়ে ট্রেন থামা অন্যরকম আবেগ। প্রেমেই পড়ে গেলাম!’ বলেন মাহফুজ।
রুকন মিয়া বলেন, ‘এই রুটে ট্রেন আসাটা একসময় কল্পনাতীত ছিল। সেই কাজটি করে দেখিয়েছে সরকার।’
মৌলভীবাজারের সৌন্দর্য বাড়িয়েছে নদী আর ছড়া। এ জেলায় রয়েছে কয়েক শ ছড়া। কিন্তু সিলিকা বালু লুটের কারণে এসব ছড়া শ্রীহীন হয়ে পড়ছে। বিপন্ন হচ্ছে পরিবেশ। এখানকার অর্ধশতাধিক ছড়া থেকে রাতের আঁধারে একটি মহল বালু উত্তোলন করে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে; কিন্তু তা ঠেকানোর দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। প্রশাস
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে।
১ ঘণ্টা আগেটাঙ্গাইলের মির্জাপুরে বছরে জমির নামজারি বা খারিজ হয় ৭ হাজারের অধিক। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসি ল্যান্ড কার্যালয়ের এলআর (লোকাল রিলেশনস) ফান্ডের নামে নেওয়া হয় ২ হাজার টাকা। সেই সঙ্গে পৌর ও ইউনিয়ন ভূমি অফিসগুলোর কন্টিনজেন্সি বিলের (খাতা, কলমসহ আনুষঙ্গিক খরচ) জন্য বরাদ্দ আসে বছরে সাড়ে ৩ থেকে ৫
২ ঘণ্টা আগেকৃষি ব্যাংকের খুলনার পূর্ব রূপসা শাখা থেকে লকার ভেঙে কয়েক লাখ টাকা নিয়ে গেছে সংঘবদ্ধ চোরেরা। শুক্রবার রাতে বিষয়টি ধরা পড়ে। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটতে পারে বলে পুলিশের ধারণা। ব্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্ত করার চেষ্টা
৩ ঘণ্টা আগে