Ajker Patrika

চট্টগ্রামের দক্ষিণ হালিশহরে দুদিন ধরে পানি নেই, ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের ৩৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ হালিশহর এলাকায় দুদিন ধরে পানি না পাওয়ায় ভোগান্তিতে পড়েছেন গ্রাহকেরা। লক্ষাধিক লোকের বসবাস ওই এলাকায়।

চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ বলছে, উঁচু জায়গায় হওয়ায় গ্রাহকেরা পানি পেতে সমস্যায় পড়েন। তাই রেশনিং করে পানি দেওয়ার কথা বলা হলেও ঠিক কী কারণে পানি পাওয়া যাচ্ছে না, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুর্ভোগের বিষয়ে দক্ষিণ হালিশহর এলাকার বাসিন্দা নিযাম উদ্দিন বলেন, ‘গত দুদিন পানি নেই এখানে। কী কারণে পানি নেই, তাও জানতে পারছি না। এলাকাবাসীর পক্ষ থেকে ওয়াসা কর্তৃপক্ষকে তা জানানো হয়েছে ইতিমধ্যে।’

ওই এলাকার গৃহিণী তাহমিনা আক্তার বলেন, ‘পানি না থাকায় ঘরের কোনো কাজই করা যাচ্ছে না।’

এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম বলেন, ‘দক্ষিণ হালিশহর এলাকায় পানির সংকটের কথা আমাদের আজকে (১৭ আগস্ট) দুপুরে জানানো হয়েছে। ঠিক কী কারণে পানি পাওয়া যাচ্ছে না, আমরা তা খতিয়ে দেখছি। ওই এলাকায় বিভিন্ন সরকারি সংস্থার কাজ চলছে। ওইসব কাজের কারণে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কি না, আমরা দেখছি।’

এই বিষয়ে চট্টগ্রাম ওয়াসার মড-১-এর নির্বাহী প্রকৌশলী ইফতেখার উল্লাহ মামুন জানান, দক্ষিণ হালিশহর এলাকায় পানির সমস্যা থাকে বেশির ভাগ সময়। সে জন্য সপ্তাহে চার দিন রেশনিং করে পানি দেওয়া হয়। শিডিউল অনুযায়ী সর্বশেষ বৃহস্পতিবার ওই এলাকায় পানি দেওয়া হয়েছে। দুদিন পর রোববার (১৭ আগস্ট) আবারও পানি দেওয়া হচ্ছে বলে তিনি দাবি করেন।

ওয়াসা থেকে পাওয়া তথ্যমতে, বর্তমানে চট্টগ্রাম নগরে পানির চাহিদা দৈনিক ৫৬ কোটি লিটার। এর বিপরীতে ওয়াসা উৎপাদন করে দৈনিক ৫০ কোটি লিটার। চট্টগ্রাম ওয়াসায় ৭৮ হাজার ৫৪২ আবাসিক এবং ৭ হাজার ৭৬৭টি বাণিজ্যিক সংযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী, প্রশাসনে অভিযোগ স্বামীর

চমকে দিয়ে বিসিবির সহসভাপতি হওয়া কে এই শাখাওয়াত

লন্ডন বৈঠকে ড. ইউনূসের সঙ্গে কী আলাপ হয়েছে—বিবিসি বাংলাকে যা বললেন তারেক রহমান

বিদায় ঘোষণার পর দেশের মঞ্চে তাহসান

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নেই’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত