Ajker Patrika

ট্রেনে ফেলে যাওয়া বৃদ্ধার টাকা উদ্ধার করে দিল রেলওয়ে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ট্রেনে ফেলে যাওয়া বৃদ্ধার টাকা উদ্ধার করে দিল রেলওয়ে কর্তৃপক্ষ

৭৫ বছর বয়সী হোসনে আরা বেগম তূর্ণা নিশিতায় চড়ে চট্টগ্রামে আসেন। ভুলে ট্রেনে রেখে যান ২৫ হাজার ২০০ টাকা। সেই টাকা উদ্ধার করে তাঁকে ফেরত দিল রেলওয়ে। আজ শনিবার ঢাকা থেকে চট্টগ্রামে আসা সকাল সাড়ে ৬টার তূর্ণা-নিশিতা ট্রেনে এ ঘটনা ঘটে। 

হোসনে আরা বেগমরে বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়। গতকাল শুক্রবার রাতে ঢাকা থেকে তূর্ণা-নিশিতা করে চট্টগ্রামে ছেলের বাসায় আসছিলেন তিনি। ভুলে ট্রেনের ‘গ’ বগির ২ নম্বর কেবিনের বালিশের নিচে টাকাগুলো ফেলে চলে যান। অর্ধেক পথ যাওয়ার পর টাকার কথা মনে পড়ে তাঁর। পরে স্টেশনে গিয়ে ট্রেনের সুপারভাইজার শাফিউল আলমকে বিষয়টি অবহিত করেন। সুপারভাইজার স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরীকে ঘটনাটি জানান। পরে বিছানায় পাওয়া রেলওয়ের এক কর্মচারী টাকাগুলো ফেরত দেন। 

এ বিষয়ে রতন কুমার চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ওই বৃদ্ধা আমাদের বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে ট্রেনে থাকা কর্মচারীদের টাকার বিষয়টি অবহিত করে। পরে আজ সুপারভাইজারের মাধ্যমে টাকাটা ওই বৃদ্ধার ছেলেকে ফেরত দিই।’ 

হোসনে আরা বেগমের ছেলে মো. জাহেদ হাসান বলেন, টাকাটা ফেরত পেয়ে অবশ্যই ভালো লাগছে। ধন্যবাদ দিতে চাই স্টেশন ম্যানেজার ও সুপারভাইজারসহ সংশ্লিষ্টদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দাম্পত্যকলহের গুঞ্জন, মুখ খুললেন জাহিদ হাসান

গভর্নর আমাকে বাধ্যতামূলক ছুটি দেওয়ার কে: বিএফআইইউর প্রধান শাহীনুল

ছাত্রীকে তিন দিন আটকে রেখে ধর্ষণ, গ্রাম্য সালিসের মাধ্যমে বিয়ে

১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সেনাদের যৌন সহিংসতার প্রসঙ্গ জাতিসংঘে তুললেন ভারতীয় দূত

সেই রুহুল আমিনের বসুন্ধরা, বনানী ও উত্তরার জমিসহ ৫০০ কোটি টাকার সম্পত্তি ক্রোক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত