দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’
জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’
ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার ছাগলনাইয়া পল্লী বিদ্যুতের ডিজিএম মো. জানে আলম বাদী হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলা করেন। এর আগে রোববার রাত পৌনে আটটার দিকে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ একদল জনতা ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়।
বিষয়টি নিশ্চিত করে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে হামলা চালিয়েছে জনতা। বিদ্যুৎ অফিস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করে আসামিদের শনাক্ত করার চেষ্টা করছি।’
জানা গেছে, কিছুদিন ধরে ছাগলনাইয়া পৌর শহরসহ পুরো উপজেলায় লোডশেডিং চলছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ১৭ থেকে ১৮ ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং হচ্ছে। উত্তেজিত জনতা রাত পৌনে আটটা দিকে মিছিলসহ গিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলা চালায়। এ সময় ভয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তা-কর্মচারীরা পালিয়ে যান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে শান্ত করার চেষ্টা চালায়। একপর্যায়ে জনতা ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে অবস্থান নিলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে লোকজন সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
ছাগলনাইয়া বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জানে আলম আজকের পত্রিকাকে বলেন, ‘বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে বিক্ষুব্ধ দুই সহস্রাধিক জনতা বিদ্যুৎ অফিসে হামলা চালিয়ে আসবাব, দরজা ও জানালার কাচ ভাঙচুর করে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা হয়নি। বিদ্যুতের চাহিদার চেয়ে প্রাপ্তি কম হওয়ায় লোডশেডিং বেড়ে গেছে।’
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে