Ajker Patrika

কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধন

কুমিল্লায় মাদক কারবারিদের গুলিতে নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর কান্দিরপাড়ে কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সামনে বেলা ১১টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে কুমিল্লা ফটো সাংবাদিক ফোরাম ও বুড়িচং প্রেসক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মহিউদ্দিন সরকার পেশাগত দায়িত্ব পালনের সময় নির্মমভাবে মাদক কারবারিদের গুলিতে নিহত হন। বক্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 
 
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন—কুমিল্লা প্রেসক্লাবের আহ্বায়ক নিতীশ সাহা, এটিএন নিউজ ও এটিএন বাংলার প্রতিনিধি খায়রুল আহসান মানিক, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, বাংলাভিশন টিভি প্রতিনিধি সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ওমর ফারুকী তাপস, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন, ইনকিলাব প্রতিনিধি সাদিক মামুন, স্পাইস টিভির প্রতিনিধি খালেদ সাইফুল্লাহ, মাই টিভি প্রতিনিধি আবু মুসা, গাজি টিভি প্রতিনিধি সেলিম মুন্সি, সময় টিভি প্রতিনিধি বাহার রায়হান, ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু, সাবেক সভাপতি মো. মোসলেহ উদ্দিন, সহসভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবিরসহ আরও অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত