কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদার দাবিতে ইউনিয়ন জামায়াত নেতারা মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাতব্বরহাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাজ তাঁরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নেতারা হলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সাহেবেরহাট ইউনিয়ন সভাপতি মাস্টার লোকমান হোসেন ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন। তাঁরা বালু ও পাথরভর্তি প্রতি বাল্কহেড লোড-আনলোড থেকে আট হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চলতি জুলাই মাস থেকে এক বছরের জন্য কমলনগর উপজেলার নবীগঞ্জ থেকে পাটারিরহাট এলাকা পর্যন্ত নৌঘাট লক্ষ্মীপুর জেলার হারুনুর রশিদ নামের এক ব্যক্তিকে লিজ দেয়। পরে হারুনুর রশিদ সাহেবেরহাট ইউনিয়নের মাতব্বরহাট এলাকা জামায়াতের সভাপতি লোকমান মাস্টারকে সাবলিজ দেন। সাবলিজ নিয়ে জামায়াত নেতা লোকমান মাস্টার ও আনোয়ার হোসেন মাতব্বরহাট এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকজনের কাছ থেকে বিভিন্ন ট্রলার, বাল্কহেড ও জাহাজপ্রতি মোটা অঙ্কের টাকা দাবি করেন। বালু ও পাথরভর্তি বাল্কহেড বা জাহাজপ্রতি ৮ হাজার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং তাঁদের কথার তোয়াক্কা না করলে আজ সকালে জামায়াত নেতা লোকমান মাস্টারের নির্দেশে আনোয়ারসহ তাঁদের লোকজন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করে দেন। এর আগে জেলা প্রশাসকের এক মিটিংয়ে নদী বাঁধ প্রকল্পের উন্নয়নে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নেওয়া যাবে না মর্মে একটি রেজল্যুশন হয়। জেলা প্রশাসক এ বিষয়ে বিআইডব্লিওটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়ে অবহিত করেন।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজার বোরহান উদ্দিন বলেন, ‘জামায়াত নেতা লোকমান মাস্টার আমাদের অফিসে এসে তাঁরা ইজারা এনেছেন বলে জাহাজপ্রতি লোড-আনলোডে আট হাজার টাকা দাবি করেন। আমাদের তো এভাবে টাকা দেওয়ার নিয়ম নেই বলে তাঁদের জানাই। আজ সকালে তাঁরা এসে আমাদের কাজ বন্ধ করে দেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
অভিযোগের ব্যাপারে সাহেবেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লোকমান হোসেন বলেন, ‘আমরা জেলার হারুনুর রশিদ থেকে সাবলিজ এনেছি। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক ইজারা দাবি করছি।’ কাজ বন্ধ করার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। আরেক জামায়াত নেতা আনোয়ার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ইজারাদার হারুনুর রশিদ বলেন, ‘আমি মাতব্বরহাট ঘাট লোকমান মাস্টারকে সাবলিজ দিয়েছি। সরকার আমাদের ইজারা দিয়েছে, এখন ওই ঘাট থেকে টোল আদায় তো আমরা করব।’ এ সময় তিনি ঝামেলা না করে বিষয়টি বসে সমাধান করার দাবি করেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। কী হয়েছে আমি খোঁজখবর নিচ্ছি।’
লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান খান বলেন, নদী বাঁধ প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডে কাউকে কোনো টাকা দেওয়ার নির্দেশনা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
লক্ষ্মীপুরের কমলনগরে চাঁদার দাবিতে ইউনিয়ন জামায়াত নেতারা মেঘনা নদীর তীর রক্ষা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মাতব্বরহাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির কাজ তাঁরা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
অভিযুক্ত নেতারা হলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের সাহেবেরহাট ইউনিয়ন সভাপতি মাস্টার লোকমান হোসেন ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন। তাঁরা বালু ও পাথরভর্তি প্রতি বাল্কহেড লোড-আনলোড থেকে আট হাজার টাকা চাঁদা দাবি করেছেন বলে অভিযোগ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
জানা গেছে, বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) চলতি জুলাই মাস থেকে এক বছরের জন্য কমলনগর উপজেলার নবীগঞ্জ থেকে পাটারিরহাট এলাকা পর্যন্ত নৌঘাট লক্ষ্মীপুর জেলার হারুনুর রশিদ নামের এক ব্যক্তিকে লিজ দেয়। পরে হারুনুর রশিদ সাহেবেরহাট ইউনিয়নের মাতব্বরহাট এলাকা জামায়াতের সভাপতি লোকমান মাস্টারকে সাবলিজ দেন। সাবলিজ নিয়ে জামায়াত নেতা লোকমান মাস্টার ও আনোয়ার হোসেন মাতব্বরহাট এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির লোকজনের কাছ থেকে বিভিন্ন ট্রলার, বাল্কহেড ও জাহাজপ্রতি মোটা অঙ্কের টাকা দাবি করেন। বালু ও পাথরভর্তি বাল্কহেড বা জাহাজপ্রতি ৮ হাজার টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তাঁরা। ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং তাঁদের কথার তোয়াক্কা না করলে আজ সকালে জামায়াত নেতা লোকমান মাস্টারের নির্দেশে আনোয়ারসহ তাঁদের লোকজন নিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কাজ বন্ধ করে দেন। এর আগে জেলা প্রশাসকের এক মিটিংয়ে নদী বাঁধ প্রকল্পের উন্নয়নে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা নেওয়া যাবে না মর্মে একটি রেজল্যুশন হয়। জেলা প্রশাসক এ বিষয়ে বিআইডব্লিওটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে চিঠি দিয়ে অবহিত করেন।
ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং কোম্পানির ম্যানেজার বোরহান উদ্দিন বলেন, ‘জামায়াত নেতা লোকমান মাস্টার আমাদের অফিসে এসে তাঁরা ইজারা এনেছেন বলে জাহাজপ্রতি লোড-আনলোডে আট হাজার টাকা দাবি করেন। আমাদের তো এভাবে টাকা দেওয়ার নিয়ম নেই বলে তাঁদের জানাই। আজ সকালে তাঁরা এসে আমাদের কাজ বন্ধ করে দেন। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’
অভিযোগের ব্যাপারে সাহেবেরহাট ইউনিয়ন জামায়াতের সভাপতি মাস্টার লোকমান হোসেন বলেন, ‘আমরা জেলার হারুনুর রশিদ থেকে সাবলিজ এনেছি। আমরা সরকারের নির্দেশনা মোতাবেক ইজারা দাবি করছি।’ কাজ বন্ধ করার বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। আরেক জামায়াত নেতা আনোয়ার হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করলেও সাড়া পাওয়া যায়নি।
এ বিষয়ে ইজারাদার হারুনুর রশিদ বলেন, ‘আমি মাতব্বরহাট ঘাট লোকমান মাস্টারকে সাবলিজ দিয়েছি। সরকার আমাদের ইজারা দিয়েছে, এখন ওই ঘাট থেকে টোল আদায় তো আমরা করব।’ এ সময় তিনি ঝামেলা না করে বিষয়টি বসে সমাধান করার দাবি করেন।
এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়ের বলেন, ‘বিষয়টি আমার নলেজে নেই। কী হয়েছে আমি খোঁজখবর নিচ্ছি।’
লক্ষ্মীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নাহিদ উজ জামান খান বলেন, নদী বাঁধ প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ডে কাউকে কোনো টাকা দেওয়ার নির্দেশনা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তিনি।
গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
২৭ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পরের বছর থেকে (২০২২ সাল) একাডেমিক কার্যক্রম শুরু করে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়। তবে তা নিজস্ব ক্যাম্পাসে নয়, কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ১০ তলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায়। কথা ছিল নির্দিষ্ট সময় পর নিজস্ব ক্যাম্পাসে চলে যাবে, কিন্তু তা হয়নি।
৭ ঘণ্টা আগেসিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চরাঞ্চল তেকানীতে সাড়ে তিন কিলোমিটার মাটির বাঁধ নির্মাণকাজ শুরু হয় ২০২৪ সালের মার্চে। স্থানীয়দের দাবির পর আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের মৌখিক নির্দেশে এ কাজ শুরু হয়।
৭ ঘণ্টা আগে