Ajker Patrika

রামগতিতে শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২২, ১২: ১৪
রামগতিতে শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার রব রোড এলাকায় নিজ গ্রামের আমজাদিয়া জামে মসজিদ চত্বরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই মৃত্যুবার্ষিকী পালন করা হয়। এই কর্মসূচির মধ্য ছিল মিলাদ মাহফিল, কবর জিয়ারত, পুষ্পমাল্য অর্পণ, দোয়া ও মোনাজাত, আলোচনাসভা ও কোরআন প্রতিযোগিতা। 

রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দল এই মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহসভাপতি আনু মো. শামীম আজাদ, সম্মানিত সদস্য ও শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও মাহমুদুল বারী, গাজীপুর মহানগর আহ্বায়ক আরিফ হাওলাদার, গাজীপুর জেলা সভাপতি হাসিবুর রহমান মুন্না, নোয়াখালী জেলা সভাপতি সাবের হোসেন, লক্ষ্মীপুর জেলা সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, লক্ষ্মীপুর জেলা শাখার সিনিয়র সহসভাপতি আবু সায়েম মো. শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের লক্ষ্মীপুর জেলা সভাপতি সাইদুল বারী মির্জাসহ প্রমুখ। 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে মোস্তাফিজুর রহমান বলেন, ‘স্বৈরাচারী, গুমখুন এবং রাতের ভোটের অবৈধ সরকারের বিরুদ্ধে প্রতিবাদী সাহসী কণ্ঠ শফিউল বারী বাবুর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ দেশব্যাপী পালিত হচ্ছে। জাতীয়তাবাদী পরিবারের সাহসী ও বিশ্বস্ত এই সৈনিককে হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে এই পরিবারের অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত