চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে ছিটকে পড়ে আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটোয়ারীর মেয়ে। তিনি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জান্নাত খলিলুর রহমান (২৬) নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। খলিল ফরিদঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি ফেনি জেলায় আনসার সদস্য হিসেবে চাকরি করেন। এক মাস আগে জান্নাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।
থানায় জান্নাতের স্বজনেরা জানায়, পরিবারের কাউকে না জানিয়ে জান্নাত বাড়ি থেকে বের হয়েছিলেন।
এ বিষয়ে পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, জান্নাত তাঁর বন্ধু খলিলুর রহমানের সঙ্গে ফরিদগঞ্জ থেকে বাইকে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশে চাঁদপুর হয়ে রওনা হয়। ঘটনাস্থলে আসলে অসতর্কতার কারণে বাইকের চেনের সঙ্গে তাঁর বোরকার নিচের অংশ পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় খলিল নিজেই তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ বলেন, ‘মোটরসাইকেলের চেনের সঙ্গে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জান্নাতের বন্ধু খলিলুর রহমান থানায় আটক রয়েছে।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘নিহত জান্নাত ও তাঁর বন্ধু খলিলুর রহমানের অভিভাবকেরা রাতে থানায় এসেছে। তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে মোটরসাইকেলের চাকার সঙ্গে বোরকা পেঁচিয়ে ছিটকে পড়ে আরিফা আহনাফ জান্নাত (১৯) নামে তরুণীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের জাফরবাড়ী নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জান্নাত ফরিদগঞ্জ উপজেলার ৮ নম্বর পাইকপাড়া ইউনিয়নের দায়চারা এলাকার বালি চাটিয়া গ্রামের আলী আব্বাস পাটোয়ারীর মেয়ে। তিনি ফরিদগঞ্জ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
জান্নাত খলিলুর রহমান (২৬) নামে এক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ছিলেন। খলিল ফরিদঞ্জ পৌরসভার উত্তর কেরোয়া এলাকার মোস্তফা কামালের ছেলে। তিনি ফেনি জেলায় আনসার সদস্য হিসেবে চাকরি করেন। এক মাস আগে জান্নাতের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়।
থানায় জান্নাতের স্বজনেরা জানায়, পরিবারের কাউকে না জানিয়ে জান্নাত বাড়ি থেকে বের হয়েছিলেন।
এ বিষয়ে পাইকপাড়া ইউনিয়নের ইউপি সদস্য সাইফুল ইসলাম জানান, জান্নাত তাঁর বন্ধু খলিলুর রহমানের সঙ্গে ফরিদগঞ্জ থেকে বাইকে হাজীগঞ্জে যাওয়ার উদ্দেশে চাঁদপুর হয়ে রওনা হয়। ঘটনাস্থলে আসলে অসতর্কতার কারণে বাইকের চেনের সঙ্গে তাঁর বোরকার নিচের অংশ পেঁচিয়ে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। এ সময় প্রচুর রক্তক্ষরণ হয়। এ সময় খলিল নিজেই তাঁকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন।
চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ বলেন, ‘মোটরসাইকেলের চেনের সঙ্গে বোরকা পেঁচিয়ে জান্নাতের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। জান্নাতের বন্ধু খলিলুর রহমান থানায় আটক রয়েছে।’
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, ‘নিহত জান্নাত ও তাঁর বন্ধু খলিলুর রহমানের অভিভাবকেরা রাতে থানায় এসেছে। তাদের সঙ্গে কথা বলে আইনি ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ হস্তান্তর করা হবে।’
গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর ওপর নির্মিত মওলানা ভাসানী সেতুতে পাঁচ লাখ টাকা মূল্যের ৩১০ মিটার বৈদ্যুতিক তার চুরির পর এবার বেশ কিছু রিফ্লেক্টর লাইট চুরি হয়েছে। তবে কতগুলো লাইট চুরি হয়েছে, তা নির্দিষ্ট করে কেউ বলতে পারেনি।
১ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর প্রায় তিন ঘণ্টা ধরে আনন্দবাজার, কীর্তনখোলা নদীর পাড়, নবনির্মিত নভোথিয়েটার ভবনসহ আশপাশের এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মঞ্জুকে খুঁজে বেড়ালেও তাঁকে পাওয়া যায়নি। রাত দেড়টার দিকে মঞ্জুর মোটরসাইকেলটি ব্রিজে নিয়ে গিয়ে আগুন ধরিয়ে দেন শিক্ষার্থীরা।
৫ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন টঙ্গী বাজারের ব্যবসায়ীরা। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁরা এ মানববন্ধন করেন। এ সময় বিআরটি প্রকল্পের উড়ালসেতুর টঙ্গী বাজার অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
১ ঘণ্টা আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, সাতজন যাত্রী নিয়ে ডুমুরিয়া বাজার থেকে খুলনা নগরীর গল্লামারীর উদ্দেশে যাত্রা করছিল একটি ইজিবাইক। খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিলেরডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
১ ঘণ্টা আগে