Ajker Patrika

স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে গৃহবধূর সংবাদ সম্মেলন

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ জুন ২০২৪, ২১: ৩৫
স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে গৃহবধূর সংবাদ সম্মেলন

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ এনে তাঁর বিচার দাবি করেছেন এক গৃহবধূ। আজ বৃহস্পতিবার দুপুরে দেবিদ্বার পৌরসভার একটি হোটেলে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান তিনি।

অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার তাঁর স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় তাঁকে প্রাণে মেরে ফেলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। তাঁর চিৎকার শুনে স্বামী ঘরে এলে স্বেচ্ছাসেবক লীগ নেতা পেছনের দরজা দিয়ে পালিয়ে যান।

ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার কাছে গৃহবধূর স্বামীর স্বাক্ষরিত চারটি ব্যাংক চেক রয়েছে জানিয়ে তিনি বলেন, ঘটনার পর থেকে তিনি গৃহবধূর স্বামীর বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেন। স্থানীয় প্রভাবশালী একাধিক রাজনৈতিক ব্যক্তি তাঁকে প্রশ্রয় দিচ্ছেন। তাঁর নামে আদালতে হত্যাসহ এক ডজনের বেশি মামলা রয়েছে।

লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, ‘আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তাঁর বাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক হুমকি দিচ্ছে। তাই আমি আজ নিরুপায়। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান। আমি থানা-পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। কিন্তু অদৃশ্য কারণে আমার মামলা এখনো নথিভুক্ত হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।’

সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, ‘লিটন সরকারের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে, তাকেই তিনি মামলা দিয়ে হয়রানি করেন। আমার বোনের এই ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেওয়া হয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত