Ajker Patrika

সাঙ্গু নদে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার, অন্যজন এখনো নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৬: ২০
সাঙ্গু নদে নিখোঁজ একজনের মৃতদেহ উদ্ধার, অন্যজন এখনো নিখোঁজ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সাঙ্গু নদীতে নিখোঁজ দুই পর্যটকের মধ্যে মারিয়াম আদনীন (১৯) নামে এক তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁকে উদ্ধার করেন।

উদ্ধারকৃত মারিয়াম আদনীনের বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লায়। তিনি মো. জহিরুল ইসলাম মেয়ে। 

এদিকে ঘটনার ২০ ঘণ্টা পরও নিখোঁজ অপর পর্যটক আহনাফ আকীবের (২২) সন্ধান পাওয়া যায়নি। তাঁকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস এবং স্থানীয় স্বেচ্ছাসেবকেরা। 

ট্যুরিস্ট পুলিশের বান্দরবান সদর জোনের ইনচার্জ মো. আমিনুল হক ও রোয়াংছড়ির তারাছা ক্যাম্পের পরিদর্শক মো. জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

রোয়াংছড়ি থানার পরিদর্শক (তদন্ত) মির্জা জহির উদ্দিন জানান, ১০ জনের মধ্যে একজন সাঙ্গু নদে গোসল করতে নেমে আস্তে আস্তে তলিয়ে যেতে থাকেন। দেখতে পেয়ে তিনজন পানিতে ঝাঁপ দিয়ে তাঁকে উদ্ধার করতে পারলেও তাঁরা আর উঠতে পারেননি। পানির নিচে তলিয়ে যান। পরে অন্যরা পানিতে নেমে খোঁজাখুঁজি করে মারিয়া ইসলামকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গুণজন চৌধুরী তাঁকে মৃত ঘোষণা করেন । নিখোঁজ থাকেন মারিয়া আদনীন (১৯) ও আহনাফ আকিব (২২)।

এদিকে সাঙ্গু নদীতে পর্যটক নিখোঁজের খবর পেয়ে বিকেল থেকে সেনাবাহিনী, পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করে। প্রচণ্ড ঠান্ডা থাকায় উদ্ধারকারী দলগুলো রাতে অভিযান স্থগিত করে। তবে শনিবার সকালে উদ্ধার তৎপরতায় নামেন তাঁরা। খোঁজাখুঁজির পর বাদুড়ছড়া ঝরনার পাশে সাঙ্গু নদের একটি বাঁক থেকে আদনীনের মরদেহের উদ্ধার করে ডুবুরি দল।

বান্দরবানের রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ট্যুরিস্ট পুলিশের সদর জোন ইনচার্জ (পরিদর্শক) মো. আমিনুল হক জানান, গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জ থেকে বান্দরবানে বেড়াতে আসে ১০ জনের একটি দল। তাঁরা বান্দরবান সদরের বাস স্টেশন এলাকার প্যারাডাইজ আবাসিক হোটেলে উঠেছিলেন। পরের দিন শুক্রবার বেলা ১২টার দিকে তাঁরা সাঙ্গু নদে নৌকাভ্রমণে বের হয়েছিলেন। দলের সবাই পরস্পর মামাতো-চাচাতো ভাই-বোন।

নৌকা ভ্রমণে যাওয়া অপর সাতজন হলেন—শেখ মুছাইয়াত তানিশ (১৮), মুয়াজ রহমান (১৮), নাফিসা মেহজাবীন (২১), শামীম (৪৪), নাফি রহমান (২৪), সানিয়া ইকরা (২৪) এবং মীম (২৩)। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত