Ajker Patrika

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১৪ জুলাই ২০২১, ১০: ০৫
ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ

২০১৯-২০ অর্থায়নে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্ট-৩ (এলজিএসপি-৩)–এর অন্তর্ভুক্ত ইউনিয়ন পরিষদের অনুকূলে দক্ষতাভিত্তিক বরাদ্দ থেকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর কে এন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। বাইসাইকেল বিতরণ বাস্তবায়ন করে উজানচর ইউনিয়ন পরিষদ।

ব্রাহ্মণবাড়িয়া স্থানীয় সরকারের উপপরিচালক মো. মাইন উদ্দিনের সভাপতিত্বে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম।

মো. মাইন উদ্দিন বলেন, ‘বাইসাইকেল বিতরণ ব্রাহ্মণবাড়িয়ায় এই প্রথম। আমি চাইব এই উপজেলার অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানেরাও যাতে শিক্ষার্থীদের জন্য এ রকম ভিন্নধর্মী উদ্যোগ গ্রহণ করেন।’

প্রধান অথিতির বক্তব্যে এ বি তাজুল ইসলাম বলেন, ‘আমরা একটি সুন্দর বাঞ্ছারামপুর চাই, বাঞ্ছারামপুরকে শিক্ষানগরী হিসেবে গড়ে তুলতে এমন কিছু উদ্যোগ অনেক বেশি কাজে দেবে।’

অনুষ্ঠানে আরও ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সরোয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সিরাজুল ইসলামসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাপুড়ের রক্তে তৈরি হলো বিশ্বের সবচেয়ে কার্যকর অ্যান্টিভেনম

সাধারণ যাত্রীদের ভোগান্তি এড়াতে বিমানের নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন খালেদা জিয়া

পাথরঘাটায় তিন শিক্ষকের ওপর হামলার‌ অভিযোগ শ্রমিক দল নেতার বিরুদ্ধে

আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেখলেই পুলিশে সোপর্দ করবেন: সামান্তা

কুষ্টিয়ায় দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত