Ajker Patrika

সোনাগাজীতে পল্লী বিদ্যুৎ অফিস রাতভর পাহারা দিয়েছে ছাত্রলীগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১০: ২৬
সোনাগাজীতে পল্লী বিদ্যুৎ অফিস রাতভর পাহারা দিয়েছে ছাত্রলীগ

ফেনীর ছাগলনাইয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পরপরই সোনাগাজী উপজেলার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসগুলোতে বাড়তি সতর্কতায় পাহারায় ছিল ছাত্রলীগ। এ ছাড়া পৌর শহরের প্রধান অফিসে পাহারায় ছিল পুলিশ। 

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি জোনাল অফিস চরচান্দিয়া, মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী সাব-জোনাল অফিস, বগাদানায় কুটির হাট সাব-জোনাল অফিস (অভিযোগ কেন্দ্র), চরদরবেশের কাজীরহাট সাব-জোনাল অফিস, মঙ্গলকান্দির ডাকবাংলা সাব-স্টেশনে পাহারায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়ার নেতৃত্বে সোনাগাজী সরকারি কলেজ ছাত্রলীগের সহসভাপতি শেখ মিরাজ উদ্দিন রিফাত, তানভীর হোসেন, উপজেলা ছাত্রলীগ নেতা লিংকন, মতিগঞ্জের সাধারণ সম্পাদক আব্দুল্যাহ আল জামিল তারেক, বগাদানার সাধারণ সম্পাদক রবিন, বিজয়, তুহিন, বাবলুসহ স্থানীয় নেতা-কর্মীরা। 

ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জের সুলাখালী সাব-জোনাল অফিসের সামনে রাতভর ছাত্রলীগের সতর্ক পাহারা। পর্যায়ক্রমে কাজীর হাট ও কুঠির হাটেও পাহারা দেয় তারামিনহাজ উদ্দিন সাইমুন ভূঁইয়া বলেন, ‘যাতে কোনো দুষ্কৃতকারী হামলা করতে না পারে সে জন্য সোনাগাজী মডেল থানার অনুরোধে ছাত্রলীগের স্ব-স্ব ইউনিটগুলোকে নিয়ে তাৎক্ষণিক বিদ্যুতের জোনাল অফিসগুলোর আশপাশে সতর্ক অবস্থানে থাকি।’ 

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন দাইয়্যান জানান, সম্প্রতি লোডশেডিং নিয়ে ছাগলনাইয়া পল্লী বিদ্যুৎ অফিসে হামলার ঘটনার পর উপজেলার বিদ্যুৎকেন্দ্রগুলোতে সতর্ক পাহারা বাড়ানো হয়। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা কেন্দ্রগুলোতে ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত