Ajker Patrika

চবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চবি ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি করা হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের মোহাম্মদ আলাউদ্দিন মহসিন ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন একই বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের আব্দুল্লাহ আল নোমান। 

আজ শুক্রবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল সই করা এক বিজ্ঞপ্তিতে এই আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম। তিনি আজকের পত্রিকাকে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী একমাসের মধ্যে পদপ্রাপ্তদের কমিটি পূর্ণাঙ্গ করে দপ্তরে জমা দিতে বলা হয়েছে। 

কমিটির অন্য তিন সদস্য হলেন সিনিয়র সহসভাপতি অর্থনীতি বিভাগের মামুন উর রশীদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইতিহাস বিভাগের মো. ইয়াসিন ও সাংগঠনিক সম্পাদক দর্শন বিভাগের মো. সাজ্জাদ হোসেন হৃদয়। 

এদিকে আংশিক কমিটির অধিকাংশেরই নিয়মিত ছাত্রত্ব নেই বলে জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এদের মধ্যে সভাপতিকে অনেক নেতা-কর্মী চেনেন না বলে জানিয়েছেন।

সভাপতি রাজনীতিতে সক্রিয় নন দাবি করে আংশিক কমিটির এক নেতা আজকের পত্রিকাকে বলেন, সারা বছর মাঠেঘাটে রাজনীতি করেছি আমরা। কিন্তু সভাপতি বানানো হয়েছে এমন লোককে, যাকে রাজনীতির মাঠে দেখা যায়নি। এই কমিটি নিয়ে বলার কিছু নাই। আমি পদত্যাগ করার চিন্তা ভাবনা করছি।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, সভাপতি-সাধারণ সম্পাদক সবকিছু যাছাই বাছাই করেই কমিটি ঘোষণা করেছেন। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের কমিটি এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর গঠন করা হয়। দুই বছরের জন্য গঠিত এই কমিটির মেয়াদ দুই বছর হলেও তার মেয়াদ ৬ বছরে গিয়ে ঠেকে। পরে গত বছরের ১১ নভেম্বর কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় ছাত্রদল। এরপর ৯ মাস পর নতুন কমিটি গঠন করল কেন্দ্রীয় ছাত্রদল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

মানিকগঞ্জে সালিসে বিএনপি নেতার নির্দেশে পাঁচ ভাইকে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত