কুমিল্লা প্রতিনিধি
সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে মামলাটি করেন নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা সময় টিভির জেলা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান।
মামলায় সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার বাদী সাংবাদিক বাহার রায়হান এমপি বাহারের হুমকির কারণে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তাঁকে চিকিৎসাও নিতে হয়েছে কুমিল্লার বাইরে গিয়ে। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বাদী মামলা করেন।
কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাবেক সংসদ সদস্য বাহারের হুকুমে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর গুলি ও ককটেল ছুড়ে এলাকা রণক্ষেত্রে পরিণত করা হয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক বাহারসহ বেশ কিছু লোক আহত হন। তখন সাংবাদিক বাহার আহত অবস্থায় সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহারকে মারধরসহ ক্যামেরা ছিনিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় একাধিকবার তাঁর ওপর হামলা ও মানসিক নির্যাতন করা হয়।
সাংবাদিক বাহার রায়হান মামলার অভিযোগে আরও বলেন, ২০১৫ সালের ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলে হত্যার হুমকি দেন সংসদ সদস্য বাহার। যে কারণে মামলা করতে দেরি হয়। এ ছাড়া কুমিল্লায় কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন মামলা হামলার অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
এর আগে গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাঁদের অনেকে এখন এলাকায় নেই। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখসহ অন্তত ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কুমিল্লায় ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী নন্দনপুরে মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় গত রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি করা হয়।
সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহারের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে কুমিল্লার আদালতে মামলাটি করেন নগরীর কাপ্তানবাজার এলাকার বাসিন্দা সময় টিভির জেলা প্রতিনিধি বাহার উদ্দিন রায়হান।
মামলায় সংসদ সদস্য বাহার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল হক রিন্টু ও বাহারের দেহরক্ষী দুলালের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মামলার বাদীপক্ষের আইনজীবী মো. ইউসুফ আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলার বাদী সাংবাদিক বাহার রায়হান এমপি বাহারের হুমকির কারণে মামলা করতে গেলে থানা মামলা নেয়নি। তাঁকে চিকিৎসাও নিতে হয়েছে কুমিল্লার বাইরে গিয়ে। বর্তমানে রাজনৈতিক পটপরিবর্তনের ফলে বাদী মামলা করেন।
কুমিল্লার ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়, সাংবাদিক বাহার রায়হান সময় টিভির জেলা প্রতিনিধি ও রূপসী বাংলার ফটোসাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করছেন। ২০১৫ সালের ১৫ জানুয়ারি ২০ দলীয় জোটের হরতাল চলাকালে সাবেক সংসদ সদস্য বাহারের হুকুমে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীদের ওপর গুলি ও ককটেল ছুড়ে এলাকা রণক্ষেত্রে পরিণত করা হয়। এ সময় ত্রিমুখী সংঘর্ষের মধ্যে পড়ে সাংবাদিক বাহারসহ বেশ কিছু লোক আহত হন। তখন সাংবাদিক বাহার আহত অবস্থায় সংঘর্ষের ভিডিওচিত্র ধারণ করছিলেন। এ সময় সাবেক সংসদ সদস্য বাহারের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা সাংবাদিক বাহারকে মারধরসহ ক্যামেরা ছিনিয়ে নেন। এ ছাড়া বিভিন্ন সময় একাধিকবার তাঁর ওপর হামলা ও মানসিক নির্যাতন করা হয়।
সাংবাদিক বাহার রায়হান মামলার অভিযোগে আরও বলেন, ২০১৫ সালের ওই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হলে হত্যার হুমকি দেন সংসদ সদস্য বাহার। যে কারণে মামলা করতে দেরি হয়। এ ছাড়া কুমিল্লায় কর্মরত একাধিক সাংবাদিকের ওপর নির্যাতন মামলা হামলার অভিযোগ রয়েছে এই সংসদ সদস্যের বিরুদ্ধে।
এর আগে গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর আসনের সাবেক এমপি আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ২২৫ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা করা হয়।
এ বিষয়ে জানতে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন আজকের পত্রিকাকে বলেন, মামলায় যাঁদের অভিযুক্ত করা হয়েছে, সরকার পতনের পর তাঁদের অনেকে এখন এলাকায় নেই। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ছাড়া সাবেক সংসদ সদস্য আ ক ম বাহা উদ্দিন বাহার, তাঁর মেয়ে কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র তাহসীন বাহার সূচনাসহ ৬২ জনের নাম উল্লেখসহ অন্তত ৪০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। কুমিল্লায় ছাত্র-জনতার গণ-আন্দোলনের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ী নন্দনপুরে মাসুম মিয়া নামের একজন নিহতের ঘটনায় গত রোববার রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হত্যা মামলাটি করা হয়।
চট্টগ্রামে ডেঙ্গুতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় এই তথ্য জানায়। এ ছাড়া সর্বশেষ ২৪ ঘণ্টায় আরও ১৯ জনের ডেঙ্গু এবং ২০ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
০১ জানুয়ারি ১৯৭০রাজশাহীর দুর্গাপুর উপজেলার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৫০০ বিঘার অধিক ফসলি জমি। তার মধ্যে অনেক জমিতে ছিল আমন ধান। এ ছাড়া বিভিন্ন স্কুল, কলেজ ও কাঁচা-পাকা রাস্তায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবৈধভাবে অপরিকল্পিত পুকুর খননের ফলে খালের মুখ বন্ধ হয়ে পড়ায় এমন জলাবদ্ধতার সৃষ্ট হয়েছে...
২ ঘণ্টা আগেখুঁড়িয়ে চলছে দেশের অন্যতম তাপবিদ্যুৎকেন্দ্র বড়পুকুরিয়া। চালুর পর থেকে যান্ত্রিক ত্রুটির কারণে কখনোই এ বিদ্যুৎকেন্দ্র থেকে পূর্ণ লক্ষ্যমাত্রার বিদ্যুৎ পাওয়া যায়নি। তিনটি ইউনিটের মধ্যে কখনো একটি, কখনোবা দুটি থেকে বিদ্যুৎ পাওয়া গেছে। বর্তমানে নষ্ট হয়ে পড়ে রয়েছে দুটি ইউনিট।
৩ ঘণ্টা আগেখুলনায় গত শুক্রবার রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় তিনজন খুন এবং একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয় লোকজনের ভাষ্য, হত্যাকারীরা চিহ্নিত সন্ত্রাসী। তারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এসব হত্যাকাণ্ডকে টার্গেট কিলিং বলছে পুলিশ। তারা বলছে, এসব পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।
৩ ঘণ্টা আগে