Ajker Patrika

গৃহশিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
গৃহশিক্ষকের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে তার গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহ শিক্ষক মো. সাজ্জাদ হোসেনের (২৮) বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে কিশোরীর মা। আজ রোববার ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে সীতাকুণ্ড থানা মামলাটি দায়ের করেন। 

মামলায় অভিযুক্ত ধর্ষক সাজ্জাদ হোসেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের উকিল পাড়া এলাকার মো. শামসুল হকের পুত্র। 

ভুক্তভোগীর মা জানান, তাঁর নবম শ্রেণি পড়ুয়া মেয়েকে বাড়িতে এসে প্রাইভেট পড়াতেন গৃহ শিক্ষক সাজ্জাদ হোসেন। সাজ্জাদ তাঁর অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে তাঁর কিশোরী মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। তাঁর মেয়েকে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে মেয়ের ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার জোর পূর্বক ধর্ষণ করেন। সাজ্জাদকে বিয়ের জন্য চাপ দিলে সে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে প্রাইভেট পড়ানো বন্ধ করে দেয়। সাজ্জাদ বিষয়টি এড়িয়ে যাওয়ার পাশাপাশি ঘটনাটি কাউকে না জানাতে আমিও আমার মেয়েকে ভয়ভীতি ও অব্যাহত হুমকি দেখাতে থাকে। 

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছে কিশোরীটির মা। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক সাজ্জাদ। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

সাদাপাথর লুট: ৫১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পেয়েছে দুদক

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত