নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. তাওয়ারিক আলম, উপকলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন, সহকারী সচিব (১) মো. সাইফুদ্দিন ও নিরীক্ষা কর্মকর্তা মৃণাল চন্দ্র নাথ।
প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলির কোনো কারণ দেখানো হয়নি। তবে শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা নেয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে এই পাঁচজনকে প্রথম বদলি করা হলো।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেতনের বাইরেও বেশ ভালো অঙ্কের বোনাস পেয়ে থাকেন। ফলে বোর্ডে প্রেষণে আসতে তদবির করেন অনেক শিক্ষক। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বোর্ডে থাকার চেষ্টাও চালিয়ে যান। শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে খুঁটি গেড়ে বসা এ ধরনের কর্মকর্তাদের তালিকা তৈরি করেই এবার ব্যবস্থা নিচ্ছে।
বদলির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পদগুলোতে পদায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোছাইনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা), বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিককে উপকলেজ পরিদর্শক, সরকারি হাজি এ বি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্তকে সহকারী সচিব (১) পদে পদায়ন করা হয়েছে। তবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কর্মকর্তা পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের পাঁচ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এসব কর্মকর্তার প্রেষণ প্রত্যাহার করে তাঁদের বিভিন্ন কলেজে পদায়ন করা হয়েছে। গতকাল বুধবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বদলি হওয়া পাঁচ কর্মকর্তা হলেন—বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. তাওয়ারিক আলম, উপকলেজ পরিদর্শক মোহাম্মদ হালিম, হিসাবরক্ষণ কর্মকর্তা আবুল কালাম মো. ইকবাল হোসেন, সহকারী সচিব (১) মো. সাইফুদ্দিন ও নিরীক্ষা কর্মকর্তা মৃণাল চন্দ্র নাথ।
প্রজ্ঞাপনে এসব কর্মকর্তাকে বদলির কোনো কারণ দেখানো হয়নি। তবে শিক্ষাবোর্ডের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি মন্ত্রণালয় চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাঁচ বছরেরও বেশি সময় ধরে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের তালিকা নেয়। সেই তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে এই পাঁচজনকে প্রথম বদলি করা হলো।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তারা জানান, শিক্ষাবোর্ডের কর্মকর্তারা বেতনের বাইরেও বেশ ভালো অঙ্কের বোনাস পেয়ে থাকেন। ফলে বোর্ডে প্রেষণে আসতে তদবির করেন অনেক শিক্ষক। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে বোর্ডে থাকার চেষ্টাও চালিয়ে যান। শিক্ষা মন্ত্রণালয় বোর্ডে খুঁটি গেড়ে বসা এ ধরনের কর্মকর্তাদের তালিকা তৈরি করেই এবার ব্যবস্থা নিচ্ছে।
বদলির কারণে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের শূন্য পদগুলোতে পদায়নও করা হয়েছে। ঢাকা শিক্ষাবোর্ডের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমদাদ হোছাইনকে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা), বান্দরবান সরকারি কলেজের সহযোগী অধ্যাপক বিজয় ভৌমিককে উপকলেজ পরিদর্শক, সরকারি হাজি এ বি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক বিধান দত্তকে সহকারী সচিব (১) পদে পদায়ন করা হয়েছে। তবে হিসাবরক্ষণ ও নিরীক্ষা কর্মকর্তা পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
শিশুদের কলকাকলিতে মুখর আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারি। গ্যালারির দেয়ালজুড়ে সাজানো তাদেরই পছন্দের অনেক ছবি। বইয়ে যে ছবি দেখে পড়া শিখেছে, সেগুলোই ঝুলছিল দেয়ালে। কী নেই সেখানে! নানা নকশায় লেখা বাংলা বর্ণমালা। গাছের ছবি, প্রাণীর ছবি, ফুলের ছবি, পাখির ছবি। বাচ্চারা সেগুলো দেখছে, পরস্পর আলাপ করছে।
৬ ঘণ্টা আগেসংস্কার শুরু হয়েছে রাজশাহী মহানগরীর জামালপুর-চকপাড়া ও হড়গ্রাম এলাকায় সাবেক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার বাড়ির সামনের সড়ক। পুরোনো ইট-খোয়া সরিয়ে নতুন উপকরণ দিয়ে করার কথা কাজ। কিন্তু ঠিকাদার সড়ক দুটি খুঁড়ে পাওয়া পুরোনো ইট-খোয়া দিয়েই কাজ করছেন। এ নিয়ে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করলেও পরিদর্শনেই যাননি
৬ ঘণ্টা আগেবান্দরবানের আলীকদম উপজেলা সদর ইউনিয়নে ভুয়া কাগজপত্রে ভোটার হচ্ছেন রোহিঙ্গারা। রোহিঙ্গাদের কাছ থেকে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা নিয়ে জনপ্রতিনিধিরা ভুয়া নাগরিক সনদ ও ‘রোহিঙ্গা নয়’ মর্মে প্রত্যয়নপত্র দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৬ ঘণ্টা আগেইতিহাস, ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ বেতারের পুরোনো সদর দপ্তর ভবন। রাজধানীর শাহবাগে অবস্থিত এই ভবনের অবস্থা এখন করুণ। বেতারের স্মৃতি-ঐতিহ্যের কিছুই আর অবশিষ্ট নেই। প্রায় পরিত্যক্ত এই ভবন এখন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক বিএসএমএমইউ/পিজি) জন্য কাজ করা আনসার সদস্যদের
৬ ঘণ্টা আগে