Ajker Patrika

জব্বারের বলীখেলায় আগামী বছর থেকে যুক্ত থাকবে সংস্কৃতি মন্ত্রণালয়: উপদেষ্টা ফারুকী

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফাইল ছবি
সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফাইল ছবি

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, আগামী বছর থেকে চট্টগ্রামে জব্বারের বলীখেলার সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয় যুক্ত থাকবে। বলীখেলার সঙ্গে যাঁরা আছেন, তাঁরা তো থাকবেনই, তাঁদের সঙ্গে সংস্কৃতি মন্ত্রণালয়ও যুক্ত হবে।

আজ সোমবার (১৯ মে) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত সংবাদ সম্মেলনে ফারুকী এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ‘সংস্কৃতি মন্ত্রণালয় এখানে কয়েকটা ফরমে কাজ করবে, যেমন, পুরস্কার দেওয়ার ক্ষেত্রে, এটার কালচারাল গুরুত্ব আরও কীভাবে বাড়ানো যায়সহ ইত্যাদি। আমরা এটা নিয়ে একটা অ্যাকশন প্ল্যান তৈরি করব।’

চট্টগ্রামে জব্বারের বলীখেলা এখন থেকে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ের বাংলাদেশ কালচারাল হেরিটেজের একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে আমাদের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি।

বাংলাদেশের সংস্কৃতি একক কোনো গোষ্ঠীর হাতে না থেকে যেন সবার সংস্কৃতি হয়ে ওঠে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, ‘আমরা এই লক্ষ্যে কিছু কিছু কাজ শুরু করেছি।’

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘উৎসব শুধু উৎসব, তা নয়। আমরা যাতে আমাদের কালচারাল হেরিটেজের সঙ্গে লিংকআপ করতে পারি। এই ধরনের উৎসবের একটি তালিকা করার কাজ আপাতত শিল্পকলা একাডেমিকে দেওয়া হয়েছে। এই তালিকা তৈরির পর আমাদের ক্যালেন্ডারের মধ্যে ঢুকবে। আমরা এটা সারা বিশ্বে তুলে ধরার চেষ্টা করব।’

উপদেষ্টা জিয়া স্মৃতি জাদুঘরকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন বলে জানান। তিনি বলেন, জিয়া স্মৃতি জাদুঘর ১৬ বছর বন্ধ ছিল। দায়িত্ব নেওয়ার পর জাদুঘরের যে বাজেট ছিল, তা দ্বিগুণ করা হয়েছে। যেহেতু জিয়া জাদুঘর, তাই এ জাদুঘরে জিয়াউর রহমানের পুরো জীবনের স্মৃতি সংরক্ষণ করা হবে। এটি সময়সাপেক্ষ বিষয়।

এর জন্য জিয়াউর রহমানের জীবনী নিয়ে গবেষণা করা দরকার এবং জাদুঘরের বিষয়ে সুন্দর করে জানানোর জন্য কিউরেটর নিয়োগ করা দরকার। সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের বিষয়ে প্রশ্ন করা হলে মোস্তফা সরয়ার ফারুকী কোনো মন্তব্য করেননি।

এর আগে তিনি সার্কিট হাউসের পাশেই অবস্থিত জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফরিদা খানমসহ সংস্কৃতি ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত