Ajker Patrika

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি
আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১৬: ১৫
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার বেলা ১১টার দিকে দক্ষিণ আফ্রিকার বেস্ট এরিয়ার ফালগুজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. এমরাজ হোসেন সুমন (২৮) ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার জগৎপুর গ্রামের আবুল খায়েরের ছেলে।   

নিহতের চাচাতো ভাই ও দেশ টিভির ফেনী জেলা প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রায় ১০ বছর আগে পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য দক্ষিণ আফ্রিকায় যান সুমন। সেখানে স্টেশনারি ও মুদিদোকানে কাজ করতেন তিনি। আরাফ হোসেন নামের তাঁর পাঁচ মাস বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।

সুমনের বন্ধুর বরাত দিয়ে তিনি জানান, আজ শুক্রবার সকালে সুমনের দোকানে টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা-কাটাকাটির জের ধরে তাঁর নিজ দোকানের সামনেই তাঁকে অতর্কিত ছুরিকাঘাত করে সন্ত্রাসী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে দাগনভূঞার প্রবাসী এক যুবক দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছে বলে বিষয়টি জানতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত