Ajker Patrika

কুমিল্লায় হামলায় আহত এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু, এলাকাবাসীর বিক্ষোভ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
কান্নায় ভেঙে পড়েছেন নিহত আতিকের পরিবার। ছবি: আজকের পত্রিকা
কান্নায় ভেঙে পড়েছেন নিহত আতিকের পরিবার। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমের ঘটনার জের ধরে হামলায় আহত মো. আতিক (১৭) নামে এসএসসি পরীক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

নিহত আতিক চৌদ্দগ্রাম পৌরসভার সোনাকাটিয়া আদর্শ গ্রামের আবদুল মান্নান মিয়ার ছেলে। চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল সে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আতিকের এক সহপাঠী সজীবের সঙ্গে একই এলাকার সৌদিপ্রবাসী মো. নেয়ামত উল্যাহর মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ১৩ অক্টোবর তারা পালিয়ে বিয়ে করে। মেয়েকে অপহরণ করা হয়েছে অভিযোগ এনে তার মা নাজমা বেগম চৌদ্দগ্রাম থানায় সজীবসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এর কয়েক দিন পর পুলিশ মেয়েটিকে উদ্ধার করে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়। এ নিয়ে দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। গত সোমবার রাতে মেয়েটির বাবার নেতৃত্বে পাঁচ-ছয়জন অজ্ঞাতনামা ব্যক্তি সোনাকাটিয়া এলাকায় আতিককে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে সিট না পেয়ে তার স্বজনেরা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে তার মৃত্যু হয়।

আতিকের মৃত্যুর সংবাদটি এলাকায় ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে। এ সময় মেয়েটির বাড়িতে হামলা করে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা
অভিযুক্তদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক হাসান মাহমুদ বলেন, আতিকের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিই। অবস্থার অবনতি হতে থাকলে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শুনেছি, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

আতিকের বাবা আবদুল মান্নান মিয়া বলেন, ‘গ্রামের একটি প্রেমের ঘটনাকে কেন্দ্র করে আমার ছেলেকে অন্যায়ভাবে পিটিয়ে হত্যা করেছে। আমার ছেলের এবার চৌদ্দগ্রাম সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।’

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, পূর্ববিরোধের জের ধরে সোমবার রাতে আতিক নামে এক স্কুলছাত্রকে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করে। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার বিকেলে সে মারা যায়। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত