Ajker Patrika

রামুতে মিয়ানমারের ২২টি চোরাই গরু উদ্ধার

রামু (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২৩, ২৩: ৪৪
রামুতে মিয়ানমারের ২২টি চোরাই গরু উদ্ধার

কক্সবাজারের রামু থেকে ২২টি মিয়ানমারের চোরাই বার্মিজ গরু জব্দ করেছে পুলিশ। গরুগুলো পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় বলে দাবি পুলিশের। 

আজ সোমবার বিকেল চারটায় উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দুর্গম তুলাতুলি গ্রামসংলগ্ন পাহাড় থেকে এসব গরু উদ্ধারের কথা জানান রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হোসাইন।

ওসি মো. আনোয়ারুল হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘জোয়ারিয়া নালার যে জায়গা থেকে গরু উদ্ধার করা হয়েছে, তা অত্যন্ত দুর্গম পাহাড়ি পথ। অনেক ঝুঁকি মাথায় নিয়ে গোপন সংবাদ পেয়ে চোরাচালানিদের ধরতে যাই। তবে কোনো গরু চোরাচালানিকে আটক করা যায়নি। আমাদের উপস্থিতি টের পেয়ে গরুগুলো ফেলে চোরাচালানিরা পালিয়েছে।’ 

পুলিশ বলছে, নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে চোরাই পথে আনা হচ্ছিল গরুগুলো। জোয়ারিয়া নালা ইউনিয়ন হয়ে দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছানোর লক্ষ্য ছিল চোরাকারবারিদের। বর্তমানে জব্দ করা গরুগুলো রামু থানার হেফাজতে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে উদ্ধার করা চোরাই পথে আনা গরুগুলোর কোনো দাবিদার পাওয়া যায়নি। গরুগুলোর বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 

প্রসঙ্গত, গতকাল রোববার দৈনিক আজকের পত্রিকায় ‘প্রশাসনের নাকের ডগায় চোরাই গরুতে সয়লাব রামুর হাটবাজার’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত