ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এই তথ্য জানান আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা ও ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার দিবাগত সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ১৭ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। সে কোথায় এবং কী অবস্থায় আছে, তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোটকেন্দ্রে এজেন্ট দেব, তা-ও খুঁজে পাচ্ছি না। কারণ, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতের মধ্যেই একটা কিছু করব।’
মেহেরুন্নেছা আরও বলেন, ‘বাসায় কোনো লোক আসতে পারে না। কয়েকজন লোক বাসার সামনে দাঁড়িয়ে থাকে। কাজের লোক এলেও ছবি তুলে রাখে, ভিডিও করে রাখে। এভাবে তো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা একজনকে জেতাবে—এটি আগে বললেই তো পারতেন। কেন আমাদের এত টাকা খরচ করাল?’
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘আবু আসিফ আহমেদের পরিবার থেকে এমন কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আর তার বাড়ির সামনে যে লোকজনের ছবি তোলার কথা বলা হচ্ছে, তা আমরা অবগত নই। অন্য কোনো সংস্থার লোকজন হতে পারে।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির বহিষ্কৃত পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এঁর মধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠীর ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এই তথ্য জানান আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা ও ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার দিবাগত সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ১৭ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। সে কোথায় এবং কী অবস্থায় আছে, তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোটকেন্দ্রে এজেন্ট দেব, তা-ও খুঁজে পাচ্ছি না। কারণ, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতের মধ্যেই একটা কিছু করব।’
মেহেরুন্নেছা আরও বলেন, ‘বাসায় কোনো লোক আসতে পারে না। কয়েকজন লোক বাসার সামনে দাঁড়িয়ে থাকে। কাজের লোক এলেও ছবি তুলে রাখে, ভিডিও করে রাখে। এভাবে তো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা একজনকে জেতাবে—এটি আগে বললেই তো পারতেন। কেন আমাদের এত টাকা খরচ করাল?’
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘আবু আসিফ আহমেদের পরিবার থেকে এমন কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আর তার বাড়ির সামনে যে লোকজনের ছবি তোলার কথা বলা হচ্ছে, তা আমরা অবগত নই। অন্য কোনো সংস্থার লোকজন হতে পারে।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির বহিষ্কৃত পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এঁর মধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠীর ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
পিরোজপুরে অবৈধভাবে দখল হয়ে যাওয়া শত বছরের পুরোনো ভাড়ানি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে। আজ শুক্রবার সকালে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সহায়তায় শুরু হয় খাল খনন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। পৌর শহরের বুক চিড়ে বয়ে চলা দুই কিলোমিটার দীর্ঘ এ খালের দুই পাশজুড়ে...
১০ মিনিট আগেভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি যুবক রিয়াজ হোসেন (২০) আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের মহেশপুর সীমান্তের কুসুমপুর বিওপির পিপুলবাড়িয়া সীমান্তে গুলিতে তিনি আহত হন। আহত রিয়াজ উপজেলার পিপুলবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
১২ মিনিট আগেনরসিংদীর পলাশ ও শিবপুর উপজেলায় পৃথক দুই পুকুর থেকে হাবিব মিয়া (১২) ও সিফাত (৮) নামের দুই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৮ মিনিট আগেফরিদপুরের সালথায় তিন চাকার স্থানীয় যান নছিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে সালথা-ফরিদপুর আঞ্চলিক সড়কের কাউলিকান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম মো. জিসান মাতুব্বর (১৭)। সে গট্টি ইউনিয়নের মোড়হাট গ্রামের মো. হেলাল খানের ছেলে।
২২ মিনিট আগে