Ajker Patrika

চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা শেষ হয়েছে। এতে নাজমুল হাসান সভাপতি ও মো. গোলাম রব্বানীকে সম্পাদক করে ২০২২-২৩ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সমিতির বিদায়ী সভাপতি জিওন আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি ছিলেন চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উজ্জ্বল কুমার দেব, তড়িৎ কৌশল বিভাগের সহকারী অধ্যাপক জিতু প্রকাশ ধর, চুয়েটের উপপরিচালক (তথ্য ও প্রকাশনা) মুহাম্মদ ফজলুর রহমান ও নিরাপত্তা বিভাগের প্রধান আনিসুজ্জামান খান। 

এ ছাড়া অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির বিদায়ী কমিটিকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল আলম। এরপর নতুন কমিটির সভাপতির কাছে পতাকা স্মারক হস্তান্তর করেন বিদায়ী সভাপতি জিওন আহমেদ। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি তাসনিয়া মাশিয়াত, সাংগঠনিক সম্পাদক হাবিব আসলাম, দপ্তর সম্পাদক জেরিন সুলতানা শাওন, অর্থ সম্পাদক তানবির আহমেদ, প্রচার সম্পাদক মুহাম্মদ ফাহিম উদ্দিন, আইটি সম্পাদক ইস্পিতা জাহান সুমা। কার্যকরী সদস্য আসহাব লাবিব ও সজিব কুমার কর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত