লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে একটি বিদ্যালয় ভবন ও আসববাপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এই ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির জমি নিয়ে তোফায়েল আহমেদদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামালের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল বলেন, ‘২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এই সম্পত্তির মালিক আমার মা হলেও মায়ের চাচাতো ভাই তোফায়েল আহমেদ, আবু তাহের জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও তাঁরা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গত রাতে তাঁরা দলবল নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’
তোফায়েল ও আবু তাহের এই সম্পত্তি নিজেদের দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁদের পক্ষে সোহাগ হোসেন নামের একজন বলেন, বিদ্যালয়টি ২০১৪ সালে কর্তৃপক্ষ ভাড়া নেয়। এরপর তারা জাল দলিল করে সম্পত্তি নিজেদের দাবি করে আসছে। তাই দলবল নিয়ে রাতে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা নিরসনে দেশে আইন রয়েছে। এভাবে একটি বিদ্যালয়ে ভাঙচুর চালানো মেনে নেওয়া যায় না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ সংকট নিরসন না হলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছ উজ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে ভাঙচুরের সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ চলে গেলে আবারও তারা ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরে একটি বিদ্যালয় ভবন ও আসববাপত্র ভাঙচুর করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠানের আসবাবপত্র তছনছ করা হয়। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সদর উপজেলার পালেরহাট মডেল একাডেমিতে এই ভাঙচুর চালানো হয়।
অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটির জমি নিয়ে তোফায়েল আহমেদদের সঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামালের বিরোধ চলে আসছে। এ নিয়ে মামলা হলে আদালত উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশ অমান্য করে রাতের অন্ধকারে সন্ত্রাসীরা বিদ্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ কামাল বলেন, ‘২০১৪ সাল থেকে সুনামের সঙ্গে বিদ্যালয়টি পরিচালিত হয়ে আসছে। বিদ্যালয়ের এই সম্পত্তির মালিক আমার মা হলেও মায়ের চাচাতো ভাই তোফায়েল আহমেদ, আবু তাহের জমির মালিকানা দাবি করছেন। এ নিয়ে একাধিকবার বৈঠক হলেও তাঁরা জমির কোনো কাগজপত্র দেখাতে পারেননি। গত রাতে তাঁরা দলবল নিয়ে বিদ্যালয়ে ভাঙচুর চালায়। পরে ৯৯৯ কল দিলে পুলিশ গেলে হামলাকারীরা পালিয়ে যায়।’
তোফায়েল ও আবু তাহের এই সম্পত্তি নিজেদের দাবি করলেও এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁদের পক্ষে সোহাগ হোসেন নামের একজন বলেন, বিদ্যালয়টি ২০১৪ সালে কর্তৃপক্ষ ভাড়া নেয়। এরপর তারা জাল দলিল করে সম্পত্তি নিজেদের দাবি করে আসছে। তাই দলবল নিয়ে রাতে সম্পত্তি উদ্ধার করা হয়েছে।
বিদ্যালয়ের একাধিক অভিভাবক বলেন, সম্পত্তি নিয়ে বিরোধ থাকলে তা নিরসনে দেশে আইন রয়েছে। এভাবে একটি বিদ্যালয়ে ভাঙচুর চালানো মেনে নেওয়া যায় না। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা। বিদ্যালয়ে প্রায় আড়াই শ শিক্ষার্থী পড়ালেখা করছে। এ সংকট নিরসন না হলে তাদের পড়ালেখায় বিঘ্ন ঘটবে।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আনিছ উজ জামান আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ গিয়ে ভাঙচুরের সত্যতা পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এরপর পুলিশ চলে গেলে আবারও তারা ভাঙচুর চালায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের পূর্ব সৈয়দপুর এলাকার আমিন সওদাগরের পুকুর থেকে লাশটি উদ্ধার হয়। ওই নারীর পরিচয় জানা যায়নি। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান এ তথ্যের...
৪ মিনিট আগেপঞ্চগড় পৌর এলাকায় সেনাবাহিনীর অভিযানে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ২ লক্ষাধিক টাকাসহ ১৩টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল রোববার রাতে পৌরসভার ডোকরোপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন পঞ্চগড় সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আদনান মোরশেদ আল হক।
১১ মিনিট আগেনড়াইলের লোহাগড়ায় ট্রাকচাপায় ফাতেমা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৮ আগস্ট) বেলা ২টার দিকে কালনা-লোহাগড়া-নড়াইল সড়কের টি চর-কালনা প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৩ মিনিট আগেসাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ব্যক্তিগত সহকারী (পিএ) লাভলু মিয়াকে (২৮) রংপুরের কাউনিয়ায় থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার (১৮ আগস্ট) তাঁকে কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন গ্রামে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
১৯ মিনিট আগে