নিজস্ব প্রতিবেদক, ঢাকা
টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
টেকনাফে নাফ নদী দিয়ে মাছ ধরার ছদ্মবেশে ইয়াবা পাচারের সময় দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় পাচারকারীদের কাছ থেকে জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।
মঙ্গলবার (১৮ জুন) সকালে নাজিরপাড়া বিওপি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের একটি টহল দল।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমানের নির্দেশনায় নদী ও তীরবর্তী বিভিন্ন কৌশলগত পয়েন্টে অতিরিক্ত টহল বসানো হয়। বেলা আনুমানিক ১১টার দিকে একটি নৌকাকে সন্দেহজনক মনে হলে বিজিবির নৌ-টহল দল তাদের পিছু নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালানোর চেষ্টা করলেও বাংলাদেশের জলসীমার প্রায় ১০০ গজ ভেতরে গিয়ে নৌকাটি আটক করা হয়।
তল্লাশির একপর্যায়ে নৌকার পাটাতনের নিচে বিশেষভাবে মোড়ানো অবস্থায় একটি জালের ভেতর থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ ইয়াবা। একই সময় মিয়ানমারের মংডু জেলার ডেইলপাড়া এলাকার দুই বাসিন্দা মো. জুবায়ের (২০) ও নুরুল আমিন (২২) নামের দুই যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে, তারা মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে নদীতে মাছ ধরার ভান করে অপেক্ষমাণ বাংলাদেশি পাচারকারীদের কাছে হস্তান্তরের পরিকল্পনা করেছিল।
বিজিবি আরও জানিয়েছে, এ ঘটনায় জড়িত বাংলাদেশি সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে।
বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতিতে কাজ করছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গত জুলাইয়ের প্রথম সপ্তাহ থেকে ভারী বৃষ্টির কারণে নোয়াখালীর আটটি উপজেলার বেশির ভাগ এলাকায় দেখা দেয় জলাবদ্ধতা। অব্যাহত বৃষ্টি ও পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ডুবে যায় জেলার বিভিন্ন সড়ক, মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠান। জেলার ১৭৭টি প্রাথমিক বিদ্যালয়ে সেই জলাবদ্ধতা এখনো রয়ে গেছে। এক মাসের বেশি এই জলাবদ্ধতায়
১৬ মিনিট আগেসরকারি কেনাকাটার ক্ষেত্রে যে ঠিকাদার সর্বনিম্ন দরে মালপত্র সরবরাহ করবেন, তাকেই কাজ দেওয়ার কথা। তবে উল্টো চিত্র দেখা যাচ্ছে রাজশাহী আঞ্চলিক দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারে। এখানে সর্বনিম্ন নয়, যাঁরা সর্বোচ্চ দর দিয়েছেন—তাঁদেরই কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের প্রায় ৯২ লাখ টাকা বাড়তি খরচ হচ্ছে।
২১ মিনিট আগেবিগত আওয়ামী লীগ সরকারের আমলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) নিয়োগ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে। এ নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সম্প্রতি কারাগারে যেতে হয়েছে সাবেক উপাচার্য আব্দুস সাত্তারকে। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠিত তদন্ত কমিটি গত পাঁচ মাসেও কাজ
২৬ মিনিট আগেউড়োজাহাজের অনলাইন টিকিট বুকিংয়ে দেশের অন্যতম প্ল্যাটফর্ম ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সালমান বিন রশিদ শাহ সাইমের গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়ার মুরাদপুর গ্রামে। এই গ্রাম, উপজেলা, এমনকি পাশের ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দাদের কাছ থেকেও তাঁরা টাকাপয়সা হাতিয়ে নিয়েছেন ব্যবসার নামে।
১ ঘণ্টা আগে