সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
দুই বছর আগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বাসে বাড়ি ফেরার সময় সেলফোনটি হারিয়ে ফেলেন সাংবাদিক কামরুল ইসলাম দুলু। এরপর তিনি সীতাকুণ্ড থানায় অভিযোগ করলেও কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন অপেক্ষার পর ফোনটি পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তিনি।
গতকাল রোববার দুপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেনের পরামর্শে পিবিআই পুলিশ সুপার বরাবর আবার অভিযোগ দেন কামরুল ইসলাম। অভিযোগ দেওয়ার ১২ ঘণ্টার মধ্যে হারিয়ে যাওয়া সেলফোনটি উদ্ধার করেন পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন। গতকাল রাতেই ফোনটি কামরুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
সাংবাদিক কামরুল ইসলাম দুলু বলেন, ‘২০২০ সালের ২১ ডিসেম্বর সন্ধ্যায় ব্যক্তিগত কাজ শেষে বাসযোগে সীতাকুণ্ডের কুমিরা থেকে বারআউলিয়া ফেরার পথে স্মার্টফোনটি হারিয়ে ফেলি। এরপর সীতাকুণ্ড থানায় অভিযোগ করি। সীতাকুণ্ড থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুন তদন্তকাজ চালালেও কিছুদিন পর থমকে যায়। থানায় একাধিকবার যোগাযোগের পরও ফোনটি উদ্ধার না হওয়ায় অনেকটা আশা ছেড়ে দিয়েছিলাম।’
গতকাল দুপুরে পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান বরাবর লিখিত অভিযোগ করেন। অভিযোগের ১২ ঘণ্টা পর তাঁরা ফোনটি উদ্ধার করে তাঁর কাছে ফিরিয়ে দিয়েছেন।
পিবিআই উপপরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, পুলিশ সুপারের নির্দেশনায় ফোন উদ্ধারে কাজ শুরু করেন তিনি। ফোনের আইএমইআই নম্বরের সূত্র ধরে প্রযুক্তির সহায়তায় ১২ ঘণ্টার মধ্যে নগরীর পূর্ব মাদারবাড়ীর এক নারীর কাছ থেকে ফোনটি উদ্ধার করেন।
এসআই শাহাদাত বলেন, জিজ্ঞাসাবাদে ওই নারী তাঁকে জানিয়েছেন, রিয়াজ উদ্দিন বাজারের এক দোকানির কাছ থেকে ফোনটি তিনি অল্প দামে কিনেছিলেন। উদ্ধারের পর রাতেই প্রকৃত মালিকের কাছে ফোনটি হস্তান্তর করা হয়েছে।
পিবিআই চট্টগ্রাম পুলিশ সুপার নাজমুল হাসান এসআই শাহাদাত হোসেনের পারদর্শিতার প্রশংসা করে বলেন, ‘অভিযোগের ১২ ঘণ্টার মধ্যে স্মার্টফোনটি উদ্ধার করে মালিককে ফেরত দিতে পেরে আমরা খুশি।’
জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৩২ মিনিট আগেবাংলাদেশে অভ্যন্তরীণ রুটে সফলতার পর এবার আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনার প্রস্তুতি নিচ্ছে নবীন ও উদীয়মান বেসরকারি এয়ারলাইনস এয়ার এ্যাস্ট্রা। এই লক্ষ্যে এয়ারবাসের চারটি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়া শুরু করেছে এয়ারলাইনসটি। বহরে উড়োজাহাজ যুক্ত হওয়া সাপেক্ষে চলতি বছরের শেষ নাগাদ প্রচলিত আঞ্চলিক...
৩৭ মিনিট আগেরংপুরের কাউনিয়ায় মরা তিস্তা নদীর ওপর সেতু নির্মাণ নিয়ে অচলাবস্থা তৈরি হয়েছে। খুঁটি নির্মাণের পর চার বছর পেরিয়ে গেলেও অর্থাভাবে সেতুর বাকি নির্মাণকাজে হাত দেওয়া হয়নি। এতে চরাঞ্চলের ছয় গ্রামের মানুষের উপজেলা সদর ও হারাগাছ পৌর এলাকায় যাতায়াতে দুর্ভোগ দূর হচ্ছে না।
১ ঘণ্টা আগেপ্রায় দেড় মাস ধরে রাজধানীর ব্যস্ততম এলাকা নীলক্ষেতে প্রধান সড়কের এক পাশের প্রায় পুরোটা বন্ধ করে সুয়ারেজ লাইনের কাজ চলছে। বাকি অংশ দখল করে রেখেছেন হকাররা। বিপরীত সড়কে ডিভাইডার দিয়ে আলাদা লেন করলেও জনদুর্ভোগ কমেনি। এতে দীর্ঘ যানজটে আটকা পড়ে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে।
১ ঘণ্টা আগে