Ajker Patrika

টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ০০: ১০
টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

মিয়ানমারের রাখাইন রাজ্যে সে দেশের সরকারি বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে চলমান সংঘাতের কারণে কক্সবাজারের সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। নিরাপত্তার কারণে টেকনাফ-সেন্ট মার্টিন রুটে ১০ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের এই সিদ্ধান্ত ঘোষণা করেছে জেলা প্রশাসন।

আজ বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

ইউএনও মো. আদনান চৌধুরী বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনসহ সীমান্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের নিয়ে এক সভা হয়েছে। 

এতে স্থানীয় জনসাধারণ ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনা করে টেকনাফ-সেন্ট মার্টিন নৌ-রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১০ ফেব্রুয়ারি থেকে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে আজ বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী  সীমান্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকের ব্রিফিংকালে সেন্ট মার্টিন রুটে জাহাজ চলাচলে নিরুৎসাহিত করার কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত