প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধের কাছে এক শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭ শতাংশ জমির পাশের এক শতাংশ জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরনবী, আবু মুছা, আবদুল্লাহ-আল-নোমান, মো. শাহ আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আব্দুল মতিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে আহতদের হাসপাতালে নেওয়ার পর তবদল হোসেন ও ময়নাল হোসেন নেতৃত্বে পুনরায় ওই জমি দখলের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে তবদল হোসেন ও ময়নাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় আব্দুল ওয়াদুদ ও মো. ফরিদ উদ্দিন জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির দুই শতাংশ খালে চলে যায়, বাকি ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন ৮ শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি ক্রয় করেন। আলী হোসেনের ৮ শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৭ শতাংশ জমি নিয়ে নেয়। বাকি এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিম’র মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
আব্দুল মতিন দাবি করছেন ওই এক শতাংশ জমি নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে ক্রয় করা এবং মো. ময়নাল হোসেনের দাবি ওই জমি স্টাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়নি, তাই এ জমির মালিক আমরা।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
কুমিল্লার দেবিদ্বারে গোমতী নদীর বেড়িবাঁধের কাছে এক শতাংশ জমির মালিকানা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের ৭ শতাংশ জমির পাশের এক শতাংশ জমির দখল নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনাটি ঘটে। দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত নূরনবী, আবু মুছা, আবদুল্লাহ-আল-নোমান, মো. শাহ আলমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং আব্দুল মতিনকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সবাই লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা।
এদিকে সংঘর্ষের একপর্যায়ে আহতদের হাসপাতালে নেওয়ার পর তবদল হোসেন ও ময়নাল হোসেন নেতৃত্বে পুনরায় ওই জমি দখলের চেষ্টা করলে পুলিশ ঘটনাস্থল থেকে তবদল হোসেন ও ময়নাল হোসেনকে আটক করে থানায় নিয়ে আসেন বলে স্থানীয়রা জানান।
স্থানীয় আব্দুল ওয়াদুদ ও মো. ফরিদ উদ্দিন জানান, লক্ষ্মীপুর গ্রামের গোমতী নদীর বেড়িবাঁধ সংলগ্ন মুকশত আলীর ২৫ শতাংশ জমি ছিল। পাকিস্তান আমলে ওই জমির দুই শতাংশ খালে চলে যায়, বাকি ২৩ শতাংশের মধ্যে আলী হোসেন ৮ শতাংশ এবং আব্দুল মজিদ ১৫ শতাংশ জমি ক্রয় করেন। আলী হোসেনের ৮ শতাংশ জমির মধ্যে পানি উন্নয়ন বোর্ড ৭ শতাংশ জমি নিয়ে নেয়। বাকি এক শতাংশ জমির মালিকানা নিয়ে আব্দুল মতিন ও আব্দুল হাকিম’র মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল।
আব্দুল মতিন দাবি করছেন ওই এক শতাংশ জমি নন জুডিশিয়াল স্টাম্পের মাধ্যমে ক্রয় করা এবং মো. ময়নাল হোসেনের দাবি ওই জমি স্টাম্পের মাধ্যমে বিক্রয় করা হয়নি, তাই এ জমির মালিক আমরা।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় দুই পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
রাজারহাটে জামায়াতের সহযোগী সংগঠনের এক নেতার ‘কলিজা টেনে ছিঁড়ে ফেলা’ ও তাঁর দলকে (জামায়াত) নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত ওই চিঠি পাঠানো হয়।
৯ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ববিরোধ ও এক নারীর দিকে তাকানোর ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে উপজেলার চানমনিপাড়া গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) অন্তত ২০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা
২৩ মিনিট আগেবিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রধান উপদেষ্টার উদ্দেশে বলেছেন, ‘দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, নিরাপত্তা কোন জায়গায় যাবে সেটি জনগণের কাছে পরিষ্কার না করে আপনি করিডর দিতে চাচ্ছেন? আপনাকে জনগণের মানসিকতা অনুযায়ী কাজ করতে হবে। যেখানে দেশ ও মানুষ বিপন্ন হতে পারে, সেই ধরনের পদক্ষেপ নেওয়া
৩১ মিনিট আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে আন্তর্জাতিক শ্রমিক দিবসের (মে দিবস) শোভাযাত্রায় বিএনপির দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। এতে উপজেলা শহরে শ্রমিক দলের দুপক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। পরে শ্রমিক দলের নেতা–কর্মীরা...
৩৭ মিনিট আগে