নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় হয়।
দণ্ডিত ব্যক্তির নাম মাওলানা বেলাল উদ্দিন (৩৬), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। ঘটনার সময় আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ২০১৭ সালে জামিনে গিয়ে পলাতক থাকেন। আদালতে রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বেলাল উদ্দিনকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেসময় ওসব স্বর্ণের বারের মূল্য দেখানো হয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার পাঁচ টাকা। এই ঘটনার পরদিন র্যাব-৭ এর ডিএডি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৬ সালে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
র্যাবের অভিযোগে, দুবাই থেকে এসব স্বর্ণ অবৈধভাবে দেশে আনা হয় বলে উল্লেখ করা হয়। এ সময় দুবাই প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে বিমানবন্দর পার করার দায়িত্ব দিয়েছিল বলে অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে অভিযোগপত্রে মহিউদ্দিনের নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাঁকে আসামি থেকে অব্যাহতি দেওয়া হয়।
চট্টগ্রামে স্বর্ণ পাচারের মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার মহানগর স্পেশাল ট্রাইব্যুনাল নম্বর-১ এর বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ ড. বেগম জেবুন্নেছা এ রায় দেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে আসামি পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এ রায় হয়।
দণ্ডিত ব্যক্তির নাম মাওলানা বেলাল উদ্দিন (৩৬), তিনি কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের মাদ্রাসাপাড়া গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।
চট্টগ্রাম মহানগর দায়রা আদালতের পিপি অ্যাডভোকেট আব্দুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। ঘটনার সময় আসামি পুলিশের হাতে গ্রেপ্তার হলেও ২০১৭ সালে জামিনে গিয়ে পলাতক থাকেন। আদালতে রায়ের পর তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশমুখ থেকে বেলাল উদ্দিনকে আটক করে র্যাবের একটি দল। এ সময় তাঁর কাছ থেকে ১১৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। সেসময় ওসব স্বর্ণের বারের মূল্য দেখানো হয় ৫ কোটি ৮২ লাখ ৫০ হাজার পাঁচ টাকা। এই ঘটনার পরদিন র্যাব-৭ এর ডিএডি মোহাম্মদ তোফাজ্জল হোসেন বাদী হয়ে পতেঙ্গা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।
এ মামলায় পুলিশ অভিযোগপত্র দাখিল করলে ২০১৬ সালে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। মামলায় ১৯ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।
র্যাবের অভিযোগে, দুবাই থেকে এসব স্বর্ণ অবৈধভাবে দেশে আনা হয় বলে উল্লেখ করা হয়। এ সময় দুবাই প্রবাসী মহিউদ্দিন নামে এক ব্যক্তি তাঁকে বিমানবন্দর পার করার দায়িত্ব দিয়েছিল বলে অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। তবে অভিযোগপত্রে মহিউদ্দিনের নাম-ঠিকানা পাওয়া না যাওয়ায় তাঁকে আসামি থেকে অব্যাহতি দেওয়া হয়।
সাংবাদিক মো. ফজলে রাব্বি বলেন, `আমরা পেশাগত দায়িত্ব থেকে তথ্য-প্রমাণের ভিত্তিতে সংবাদ প্রকাশ করেছি। এ মামলা হয়রানিমূলক এবং সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা। অবিলম্বে এই হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’
৩ মিনিট আগে৫ মিনিট ২১ সেকেন্ডের ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শনিবার রাত ৯টার দিকে বুড়িরহাট উচ্চবিদ্যালয় মাঠে ভ্যানের ওপর শোয়া রুপলাল ও প্রদীপ লাল। ভ্যানটির তিন দিকে পুলিশ সদস্য। পুলিশ সদস্যরা হাত তুলে বাঁশিতে ফু দিয়ে লোকজনকে নিবৃত্ত করার চেষ্টা করছে। এতেই হৈ-চৈ বেড়ে যায়। পুলিশের সামনেই রুপলাল-প্রদীপকে মারধর শুর
১০ মিনিট আগেপানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, সকালে ৬টায় পানির উচ্চতা ছিল ৫২ দশমিক ২২ মিটার, যা ছিল বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে। সকাল ৯টার দিকে কিছুটা কমে তা এসে দাঁড়ায় বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে। বিপৎসীমা অতিক্রম করায় ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে।
৩৪ মিনিট আগেসরেজমিনে জানা যায়, থানচিতে মোট চারটি গণশৌচাগার রয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মিত দুটি শৌচাগার ব্যবসায়ীরা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। একটি শৌচাগার বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে এবং আরেকটি তালাবদ্ধ অবস্থায় পড়ে আছে।
৩৭ মিনিট আগে