কুমিল্লা প্রতিনিধি
পরিবারের সুখের আসায় মাত্র ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কাজ করতেন একটি হোটেলে। ১২ দিনের ছুটি পেয়ে অন্যদের সঙ্গে ওমরাহ করতে যান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোস্তাপুর গ্রামের মামুন মিয়া (২৪)। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় তিনিসহ ২৪ জন নিহত হন।
নিহত ২২ জনের মধ্যে ১৩ জন বাংলাদেশি। এর মধ্যে কুমিল্লার রয়েছেন তিনজন। মামুন মিয়া ছাড়া কুমিল্লায় নিহত অন্য দুজন হলেন মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের রাসেল মোল্লা (২৮) এবং দেবীদ্বার উপজেলার রাজামেহের গ্রামের গিয়াস হামিদ (৩২)। গত সোমবার সৌদি আরবের আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মৃত্যুর খবর পেয়ে কুমিল্লার মুরাদনগরে মামুন মিয়ার গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। কেউ কেউ তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। আজ বুধবার সকালে মামুন মিয়ার বাড়িতে গিয়ে এই চিত্র দেখা গেছে।
মামুন মিয়ার মা মমতাজ বেগম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি কিছুদিন হলো। এখনো দেনা শোধ করতে পারিনি। এই সময়ে ছেলে আমাদের ছেড়ে চলে গেল। ছেলের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’
মামুনের বাবা আবদুল আওয়াল বলেন, ‘১২ দিনের ছুটি পেয়ে ওমরাহ করতে যাচ্ছে। ফোনে দোয়া চেয়েছে, এটাই ছিল ছেলের সঙ্গে আমার শেষ কথা।’
নিহত গিয়াস হামিদের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এবার রমজান মাসে দেশে এসে ঈদ করার কথা ছিল। দুই মেয়ে ও এক ছেলের জন্য কেনাকাটাও করেছেন। তিনি তো দেশে আসছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে।’
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, লাশ দেশে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতদের পরিবারগুলোকে সহায়তা করা হবে।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘নিহতদের পরিবারগুলো খুবই অসহায়। ধারদেনা করে প্রবাসে গিয়েছিল। এ দুর্ঘটনায় পরিবারগুলো আরও নিঃস্ব হয়ে গেল। সাধ্যমতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াব। প্রশাসনের সহযোগিতায় লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
পরিবারের সুখের আসায় মাত্র ছয় মাস আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। কাজ করতেন একটি হোটেলে। ১২ দিনের ছুটি পেয়ে অন্যদের সঙ্গে ওমরাহ করতে যান কুমিল্লার মুরাদনগর উপজেলার মোস্তাপুর গ্রামের মামুন মিয়া (২৪)। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় তিনিসহ ২৪ জন নিহত হন।
নিহত ২২ জনের মধ্যে ১৩ জন বাংলাদেশি। এর মধ্যে কুমিল্লার রয়েছেন তিনজন। মামুন মিয়া ছাড়া কুমিল্লায় নিহত অন্য দুজন হলেন মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের রাসেল মোল্লা (২৮) এবং দেবীদ্বার উপজেলার রাজামেহের গ্রামের গিয়াস হামিদ (৩২)। গত সোমবার সৌদি আরবের আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এদিকে মৃত্যুর খবর পেয়ে কুমিল্লার মুরাদনগরে মামুন মিয়ার গ্রামের বাড়িতে চলছে মাতম। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। কেউ কেউ তাঁদের সান্ত্বনা দিচ্ছেন। আজ বুধবার সকালে মামুন মিয়ার বাড়িতে গিয়ে এই চিত্র দেখা গেছে।
মামুন মিয়ার মা মমতাজ বেগম বলেন, ‘ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠিয়েছি কিছুদিন হলো। এখনো দেনা শোধ করতে পারিনি। এই সময়ে ছেলে আমাদের ছেড়ে চলে গেল। ছেলের মরদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করছি।’
মামুনের বাবা আবদুল আওয়াল বলেন, ‘১২ দিনের ছুটি পেয়ে ওমরাহ করতে যাচ্ছে। ফোনে দোয়া চেয়েছে, এটাই ছিল ছেলের সঙ্গে আমার শেষ কথা।’
নিহত গিয়াস হামিদের স্ত্রী রাবেয়া আক্তার বলেন, ‘এবার রমজান মাসে দেশে এসে ঈদ করার কথা ছিল। দুই মেয়ে ও এক ছেলের জন্য কেনাকাটাও করেছেন। তিনি তো দেশে আসছেন ঠিকই, কিন্তু লাশ হয়ে।’
এ বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দীন ভূঞা জনী বলেন, লাশ দেশে আনতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। নিহতদের পরিবারগুলোকে সহায়তা করা হবে।
মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর বলেন, ‘নিহতদের পরিবারগুলো খুবই অসহায়। ধারদেনা করে প্রবাসে গিয়েছিল। এ দুর্ঘটনায় পরিবারগুলো আরও নিঃস্ব হয়ে গেল। সাধ্যমতো অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়াব। প্রশাসনের সহযোগিতায় লাশ দেশে আনার ব্যবস্থা করা হচ্ছে।’
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে