Ajker Patrika

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল আর নেই

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৩: ৪৬
চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল আর নেই

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুল ইসলাম বাবু (৫৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

সাইয়েদুল ইসলাম বাবু স্ত্রী, এক ছেলেসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক সভাপতি এবং গণপরিষদের সদস্য। তিনি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি বিশেষ কৌঁসুলি। শহরের আদালতপাড়ার মরহুম অ্যাডভোকেট সিরাজুল ইসলামের দ্বিতীয় সন্তান। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি সাইয়েদুলের মৃত্যুর বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন তাঁর ছোট ভাই ফরিদগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান। 

জাহিদুল ইসলাম জানান, দুই মাস ধরে সাইয়েদুল ফুসফুসজনিত রোগে চিকিৎসাধীন ছিলেন। তাঁকে প্রথমে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতাল এবং পরবর্তী সময়ে আট দিন আগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করানো হয়। সেখানেই আজ মারা গেছেন। 

সাইয়েদুল ইসলাম বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি। তিনি এক শোকবার্তায় সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। 

এ ছাড়া জেলা আইনজীবী সমিতির সভাপতির মৃত্যুতে শোক জানিয়েছেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি শাহাদাত হোসেন শান্ত ও সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন। সাংবাদিক নেতারা সাইয়েদুলের আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। 

সাইয়েদুলের জানাজা ও দাফনের সময় পরে জানানো হবে বলে পরিবারের পক্ষ থেকে জানান ছোট ভাই জাহিদুল ইসলাম রোমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

প্রশাসনিক আদেশে জামায়াত নিষিদ্ধ ভুল, আ.লীগের কার্যক্রম বন্ধ সঠিক: বিএনপি

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

প্রথম ভাষণে গাজা প্রসঙ্গে যা বললেন পোপ লিও চতুর্দশ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত