নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।
হেরোইন বহনের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন। আজ সোমবার বিচারক শরীফুল আলম ভূঁইয়া এ রায় দেন।
২১০ গ্রাম হেরোইন বহনের দায়ে এ মামলা করা হয়। দণ্ডিত মো. মনির হোসেন (৩৬) নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা। রায় দেওয়ার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন। এ কারণে আদালতের বিচারক তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানা জারির আদেশ দিয়েছেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি মনিরকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। একই রায়ে আদালত তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মামলার এজাহার ও আদালত থেকে প্রাপ্ত তথ্যমতে, ২০১৩ সালের ২৩ এপ্রিল রাতে কোতোয়ালি থানার সিআরবি রেলওয়ে হাসপাতালের সামনে থেকে মনির হোসেনকে ২১০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে র্যাব। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০-এর ১৯ (১) এর ১ (খ) ধারায় কোতোয়ালি থানায় মামলা করা হয়। মামলা তদন্ত শেষে পুলিশ আদালতে ২০১৩ সালের ২৬ মার্চ অভিযোগপত্র দাখিল করে। ২০১৩ সালের ২২ অক্টোবর মনিরের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।
এ বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত মহানগর পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আবু জাফর আজকের পত্রিকাকে বলেন, এ মামলায় আসামির বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছি। এ জন্য পাঁচজনের সাক্ষ্য আদালতের সামনে উপস্থাপন করা হয়।
১৩ বছর আগে ২০১২ সালে মাথা ও বুকে ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. নারায়ণ চন্দ্র দত্ত (নিতাই)। আজ রোববার এ হত্যা মামলার রায় হয়েছে। রায়ে পাঁচজনকে মৃত্যুদণ্ড, চারজনকে আমৃত্যু কারাদণ্ড ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়ে
৬ মিনিট আগেকেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ কয়েকজন নেতৃবৃন্দের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আসাকে কেন্দ্র করে শাখা ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা এবং হাতাহাতির ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেসিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে পাথর ব্যবসায়ীর বাড়ি থেকে অস্ত্র ও ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চারজনকে আটক করা হয়েছে।
১৭ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গঙ্গামতি এলাকায় নাসির মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ১ কেজি ৭০০ গ্রামের ওজনের একটি ইলিশ। আজ রোববার (১৭ আগস্ট) সকালে ইলিশটি তার জালে উঠে আসে। পরে কুয়াকাটা মেয়র বাজারে নিলে নিলামে মাছটি ৫ হাজার ১৭০ টাকায় মাছটি বিক্রি হয়। মাছটি কিনে নেন স্থানীয় ব্যবসায়ী
২১ মিনিট আগে