Ajker Patrika

চোখে কালো কাপড় বেঁধে চবি চারুকলার শিক্ষার্থীদের অবস্থান 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
চোখে কালো কাপড় বেঁধে চবি চারুকলার শিক্ষার্থীদের অবস্থান 

প্রতিষ্ঠাবার্ষিকীতে চারুকলা ইনিস্টিটিউটকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মূল ক্যাম্পাসে স্থানান্তরের দাবিতে চোখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে তাঁরা ১৭ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন। পাশাপাশি শহরের চারুকলা ইনিস্টিটিউটেও তাঁদের অবরোধ কর্মসূচি পালিত হয়। শিক্ষার্থীদের এমন কালো কাপড় বেঁধে অবস্থান নজরে পড়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের অতিথি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদের। 

পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় ড. হাসান মাহমুদ চারুকলার শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে বলেন, ‘আমি এখানে আসার সময় একটা ছোট মানববন্ধন দেখেছি চারুকলাকে ক্যাম্পাসে ফিরিয়ে আনার জন্য। আমরা চারুকলার শিক্ষার্থীদের সঙ্গে এক সঙ্গে শহরে যেতাম। চারুকলা বিভাগকে একেবারে এই ক্যাম্পাস থেকে পাঠদান গুটিয়ে শহরে পাঠিয়ে দেওয়া একটা ভুল সিদ্ধান্ত ছিল। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমি উপাচার্যের সঙ্গে আলাপ করেছি। সেখানে (শহরে) অনার্সটা হোক, কিন্তু মাস্টার্সটা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে চলে আসতে পারে আপাতত। সে জন্য অবকাঠামোগত কিছু সমস্যা রয়েছে। সেগুলো বিশ্বিবদ্যালয় প্রশাসন দেখবে। এটি আমার মনের কথা আমি বলে গেলাম। তা ছাড়া যদি বিশ্বিবদ্যালয় ক্যাম্পাসে চারুকলা না থাকে, তাহলে ক্যাম্পাস বর্ণময় কীভাবে হবে?’ 

এ বিষয়ে জানতে চাইলে আন্দোলনরত শিক্ষার্থী সাঈদ কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীরাও অংশ নিয়ে থাকেন। আমরা আমাদের দাবিকে সাবেকদের কাছে পৌঁছাতে চোখে কালো কাপড় বেঁধে মূল ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। বিষয়টি আমাদের সাবেক শিক্ষার্থী ও তথ্যমন্ত্রীর নজরে এসেছে। তিনি আমাদের দাবিকে সমর্থন জানিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত