নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুইটি ‘তরাস’ নাইন এমএম পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলবার। আগ্নেয়াস্ত্র তিনটিই সচল রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ জোন) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুত ছিল, তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো একসময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৩০টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপে নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নগর পুলিশের। ৩০টি গুলিসহ পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রিভলবারটিও সিএমপির যেকোনো একটি থানা থেকে লুট হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ৮ থানা ও ফাঁড়িগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানাগুলো হলো-কোতোয়ালি, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড, সদরঘাট ও পতেঙ্গা থানা।
এ সময় একদল দুষ্কৃতকারী থানা ও ফাঁড়িগুলো থেকে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বেশির ভাগই এখনো উদ্ধার করা যায়নি।
চট্টগ্রামের থানা থেকে লুট হওয়া গুলিসহ তিনটি আগ্নেয়াস্ত্র ময়লার স্তূপ থেকে উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দিবাগত রাতে নগরীর বাকলিয়া মেরিন ড্রাইভ রোডের একটি ময়লার স্তূপ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ব্রাজিলের তৈরি দুইটি ‘তরাস’ নাইন এমএম পিস্তল ও ইংল্যান্ডের ওয়েম্বলি তৈরি একটি রিভলবার। আগ্নেয়াস্ত্র তিনটিই সচল রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (উত্তর-দক্ষিণ জোন) হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের অস্ত্র এলাকাটিতে থাকার গোপন তথ্য পেয়ে আমরা এটা নিয়ে কাজ শুরু করি। ধারণা করা হচ্ছে, যাদের কাছে এই অস্ত্রগুলো মজুত ছিল, তারা কোনোভাবে আমাদের তৎপরতার বিষয়টি বুঝতে পারে। এতে ধরা পড়ার ভয়ে তারা কোনো একসময় অস্ত্রগুলো ময়লার স্তূপের ভেতর রেখে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে পরে সেখান থেকে আমরা পরিত্যক্ত অবস্থায় দুটি পিস্তল, একটি রিভলবার ও ৩০টি পিস্তলের গুলি উদ্ধার করি। ময়লার স্তূপে নিচে সামান্য মাটি খুঁড়ে এগুলো রাখা ছিল বলে জানান এই গোয়েন্দা কর্মকর্তা।
নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি নগর পুলিশের। ৩০টি গুলিসহ পিস্তল দুটি গত ৫ আগস্ট কোতোয়ালি থানার অস্ত্রাগার থেকে লুট হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা যায়। রিভলবারটিও সিএমপির যেকোনো একটি থানা থেকে লুট হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের তথ্য মতে, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা চট্টগ্রাম নগরীর ৮ থানা ও ফাঁড়িগুলোতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। থানাগুলো হলো-কোতোয়ালি, পাহাড়তলী, আকবর শাহ, ইপিজেড, সদরঘাট ও পতেঙ্গা থানা।
এ সময় একদল দুষ্কৃতকারী থানা ও ফাঁড়িগুলো থেকে পাঁচ শতাধিক আগ্নেয়াস্ত্র ও ১২ হাজার রাউন্ড গুলি লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ বেশির ভাগই এখনো উদ্ধার করা যায়নি।
চৌগাছায় আসামি ধরতে গিয়ে ওসিসহ পুলিশের সাত সদস্য হামলার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার মাকাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
২৮ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে প্রকাশ্যে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা মামলার ১৫ আসামিকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ মে) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ ছুমিয়া খানমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাঁদের জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আদালত চত্বরেই আসামিরা উপস্থিত বাদীপক্ষের লোকজনকে
৩৫ মিনিট আগেনগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগেআওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য আমিরুল আলম মিলনকে ঢাকার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার (৬ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
১ ঘণ্টা আগে