সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চলতি মাসের ২৪ জুলাই বিয়ে দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫)। নিজের বিয়ের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। ফেরার সময় সড়কে লরি চাপায় প্রাণ হারান এ প্রবাসী।
ঘটনাটি ঘটে আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায়।
জুয়েল ওই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির নিচে চাপা পড়েন জুয়েল। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুয়েলের বাবা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই বিয়ের জন্য দেশে আসেন। চট্টগ্রাম মহানগরীর একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার আক্দ সম্পূর্ণ হয়েছে।
২৪ জুলাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিয়ের দাওয়াত দিতে সকালে ঘর থেকে বের হয় জুয়েল। আশা ছিল, ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দেবেন। কিন্তু মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন এ বাবা।
চলতি মাসের ২৪ জুলাই বিয়ে দুবাই প্রবাসী জুয়েল মাহমুদের (৩৫)। নিজের বিয়ের দাওয়াত দিতে সকালে বাড়ি থেকে বের হন। ফেরার সময় সড়কে লরি চাপায় প্রাণ হারান এ প্রবাসী।
ঘটনাটি ঘটে আজ বুধবার সীতাকুণ্ড উপজেলার পৌর বাসস্ট্যান্ড এলাকায়।
জুয়েল ওই উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের পূর্ব ধর্মপুর এলাকার মোহাম্মদ শাহজাহানের একমাত্র ছেলে।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই নিহতের স্বজনরা লাশ বাড়িতে নিয়ে গেছেন।’
প্রত্যক্ষদর্শীর বরাতে পুলিশ জানায়, বুধবার দুপুরে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী দ্রুতগামী লরির নিচে চাপা পড়েন জুয়েল। এতে লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জুয়েলের বাবা শাহজাহান জানান, তার একমাত্র ছেলে জুয়েল চাকরির সুবাদে দীর্ঘদিন ধরে দুবাইতে ছিল। গত ৫ জুলাই বিয়ের জন্য দেশে আসেন। চট্টগ্রাম মহানগরীর একটি মেয়ের সঙ্গে পারিবারিকভাবে তার আক্দ সম্পূর্ণ হয়েছে।
২৪ জুলাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাই বিয়ের দাওয়াত দিতে সকালে ঘর থেকে বের হয় জুয়েল। আশা ছিল, ধুমধাম করে একমাত্র ছেলের বিয়ে দেবেন। কিন্তু মুহূর্তে সড়ক দুর্ঘটনায় তার সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। ছেলেকে ছাড়া কীভাবে বাঁচবেন, তা বলতেই অঝোরে কেঁদে ওঠেন এ বাবা।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২ ঘণ্টা আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
২ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগে