Ajker Patrika

আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী, তেমনি রোগীদেরও: ডা. সামন্ত লাল

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৭: ৩৯
আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী, তেমনি রোগীদেরও: ডা. সামন্ত লাল

চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী, তেমনি আমি রোগীদেরও মন্ত্রী। তাই স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করতে সংসদে বিল উত্থাপন করা হবে। বিদেশে চিকিৎসায় নিরুৎসাহিত করতে তিনি চিকিৎসকদের আরও বেশি সেবা মনোযোগী হওয়ার অনুরোধ জানান। 

এ সময় স্থানীয় সংসদ সদস্যের দাবির প্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যানসার হাসপাতাল নির্মাণেরও প্রতিশ্রুতি দেন মন্ত্রী। 

স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক এবিএম খুরশিদ আলমের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন–কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি করপোরেশনের মেয়র তাহসিন বাহার সূচনা, কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান প্রমুখ। 

এর আগে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলে খোঁজ খবর নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত