নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলা থেকে তাঁদের আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান চালানো হয়।’
ওসি আরও বলেন, অভিযানে একজনের হেফাজতে ৭০ বিয়ার উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই ভবনে তারা অভিযান চালায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভবনটির এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন।
চট্টগ্রাম নগরীতে এলডিপি নেতার বাণিজ্যিক ভবনে চলা ‘কাপল ড্যান্স পার্টি’তে অভিযান চালিয়ে বিয়ারসহ ২৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার নগরের পাঁচলাইশ থানার ২ নম্বর গেটসংলগ্ন ইয়াকুব ট্রেড সেন্টার নামে একটি বাণিজ্যিক ভবনের সপ্তম তলা থেকে তাঁদের আটক করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘মধ্যরাতে ইয়াকুব ট্রেড সেন্টারের সপ্তম তলায় কাপল ড্যান্স পার্টিতে অভিযান চালানো হয়। এ সময় ২৫ তরুণ-তরুণীকে আটক করা হয়। এর মধ্যে ৮ তরুণ ও ১৭ তরুণী রয়েছেন। পুলিশ কমিশনারের নির্দেশে বিশেষ এ অভিযান চালানো হয়।’
ওসি আরও বলেন, অভিযানে একজনের হেফাজতে ৭০ বিয়ার উদ্ধার হওয়ায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হচ্ছে। বাকিদের বিরুদ্ধে পৃথক মামলার প্রস্তুতি চলছে। পুলিশ জানায়, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ওই ভবনে তারা অভিযান চালায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক ভবনটির এক ব্যবসায়ী জানান, ভবনটির মালিক এলডিপি দক্ষিণ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এয়াকুব আলী। ওই ভবনের সপ্তম তলায় ড্যান্স পার্টি চলছিল। মঞ্জু নামের এক ব্যক্তি ফ্লোরটি ৫০ হাজার টাকায় ভাড়া নিয়ে এ আয়োজন করে। জনপ্রতি দেড় হাজার টাকার বিনিময়ে ওই পার্টিতে যোগ দিয়েছিলেন তরুণ-তরুণীরা। রাতে উচ্চ স্বরে গান-বাজনা চলায় স্থানীয়রা পুলিশের কাছে অভিযোগ করেন।
আবদুল হালিম বলেন, ‘ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। সামনের জাতীয় নির্বাচনে আমরা প্রতিযোগিতা করব। কিন্তু আমরা হিংসা বা ফ্যাসিবাদ সুযোগ পায়—এ ধরনের কোনো কাজে লিপ্ত হব না। ফ্যাসিবাদবিরোধী স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস (আমরা ন্যায়বিচার চাই)।’ এ সময় উপস্থিত জনগণের উদ্দেশে তিনি বলেন,
৩ মিনিট আগেআরাফাত বলেন, ‘আমি হিমেলের কাছে গেলে তিনি আমাকে গাড়ি আনতে বলেন। কিন্তু কোনো গাড়িচালক আসতে রাজি হননি। বহু কষ্টে একজনকে রাজি করিয়ে আনার পর এমদাদ পিস্তল বের করেন। আমি এমদাদের হাত থেকে পিস্তল কেড়ে নিয়ে দৌড় দিলে তিনি হিমেলের গলায় দা ধরে হত্যার হুমকি দেন। পরে আমি আবার পিস্তল দিয়ে দিই।’
১১ মিনিট আগেচট্টগ্রামের পটিয়ায় শিক্ষাগত সনদ জালিয়াতির কারণে ব্যাংকের চাকরি খোয়ানো মো. জাহাঙ্গীর আলম এবার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির পদও হারিয়েছেন। সনদ জালিয়াতি প্রমাণিত হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড গতকাল বৃহস্পতিবার তাঁকে সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়।
৩১ মিনিট আগেসামনে চমকপ্রদ বেশ কিছু ঘটনা ঘটবে। অনেক বিষয় আমি জানি। কিন্তু সেটির দুটি দিক আছে। একটা হলো সাময়িক কল্যাণ ও দীর্ঘমেয়াদি চ্যালেঞ্জ। দ্বিতীয়টিকে বলা যায়, কণ্টকময় পথ পাড়ি দিয়ে সাসটেইনেবল অ্যাচিভমেন্ট অর্জন করা।
৩৯ মিনিট আগে