Ajker Patrika

বৃষ্টিতে পানি বৃদ্ধি: চালু হয়েছে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের আরও দুই ইউনিট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ৩০ মে ২০২৪, ১৬: ৫২
বৃষ্টিতে পানি বৃদ্ধি: চালু হয়েছে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের আরও দুই ইউনিট

গত কয়েক দিনের বৃষ্টিপাতে বৃদ্ধি পেয়েছে কাপ্তাই লেকের পানি। পানি বাড়ায় চালু হয়েছে কাপ্তাই কর্ণফুলী পানিবিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) দুটি ইউনিট। উৎপাদন বেড়েছে দেশের একমাত্র পানিবিদ্যুৎকেন্দ্রের। কর্তৃপক্ষ জানিয়েছে, কয়েক মাস ধরে লেকটিতে পানির স্তর নেমে যাওয়ায় বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিটের মাত্র একটি ইউনিট চালু রেখে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছিল। 

আজ দুপুরে কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের আজকের পত্রিকাকে বলেন, ‘৩ দিন ধরে ২টি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ ১ নম্বর ইউনিট হতে ৩০ মেগাওয়াট এবং ২ নম্বর ইউনিট হতে ২৫ মেগাওয়াটসহ মোট ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। এত দিন শুধু একটি ইউনিট হতে প্রতিদিন ৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।’ 

আব্দুজ্জাহের আরও বলেন, ‘রুলকার্ভ অনুযায়ী কাপ্তাই লেকে বর্তমানে পানি থাকার কথা ৭৬ দশমিক ৪০ মিনস সি লেভেল, কিন্তু আজ (বৃহস্পতিবার) বেলা ২টা পর্যন্ত লেকে পানি আছে ৭৮ দশমিক ৫৫ মিনস সি লেভেল। লেকটিতে পানি ধারণক্ষমতা ১০৯ ফুট মিনস সি লেভেল।’ 

উল্লেখ্য, পানির ওপর নির্ভরশীল কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট থেকে দৈনিক ২৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। আর উৎপাদিত এই বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে পাঠানো হয় জাতীয় গ্রিডে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দুর্গাপূজায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা নিয়ে বিএনপি নেতার বিতর্কিত মন্তব্য

হাজি সেলিমের আজিমপুরের বাড়িতে যৌথ বাহিনীর অভিযান, ৬টি বিলাসবহুল গাড়ি উদ্ধার

গ্যালারিতে বসে দেখার দিন শেষ, আমরা এখন নিজে খেলব: প্রধান উপদেষ্টা

ভারত-পাকিস্তান ‘হাইভোল্টেজ’ ফাইনাল নিয়ে সুপার কম্পিউটার কী বলে

সহকারী অ্যাটর্নি জেনারেলের ওপর হামলার ঘটনায় মামলা, যুবদল নেতা গ্রেপ্তার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত