Ajker Patrika

আবারও উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড–অস্ত্র উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড–অস্ত্র উদ্ধার। ছবি: আজকের পত্রিকা
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেনেড–অস্ত্র উদ্ধার। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে একটি গ্রেনেডসহ অস্ত্র–গুলি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আজ সোমবার উপজেলার ১৮ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের কে-৬ সাব ব্লকে এই অভিযান পরিচালনা করা হয়।

৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ভারপ্রাপ্ত অধিনায়ক ও পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ময়নারঘোনা ১৮ নম্বর ক্যাম্প এলাকায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সদস্যরা অবস্থান করছে খবর পেয়ে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী।

আভিযানিক দল রোহিঙ্গা মো. শুক্কুরের বসত ঘরের সামনে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীদের পেলে যাওয়া একটি দেশীয় ওয়ান শুটার গান, এক রাউন্ড ৭.৬২ চায়না রাইফেলের গুলি ও একটি গ্রেনেড বোমা উদ্ধার করা হয়।’ ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান এপিবিএনের এই কর্মকর্তা।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার পালংখালীর রোহিঙ্গা আশ্রয়শিবির–সংলগ্ন এলাকায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৯টি অত্যাধুনিক সামরিক গ্রেনেড উদ্ধার করেছে। এর মধ্যে চারটি আরজেস ও পাঁচটি এম-সিক্স সেভেন হ্যান্ড গ্রেনেড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত