Ajker Patrika

মায়ের হাতে ভাত খাওয়া আর হলো না আবু বক্করের 

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫: ২১
মায়ের হাতে ভাত খাওয়া আর হলো না আবু বক্করের 

ফেনীতে ব্যাডমিন্টন খেলতে বাড়ি থেকে বের হন আবু বক্কর (২৪)। এ সময় তিনি মাকে বলে যান খেলা শেষে বাড়ি ফিরে ভাত খাবেন। আবু বক্কর বাড়ি ফিরলেন, তবে লাশ হয়ে। গতকাল শনিবার রাত ৮টার দিকে ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের পিঠাপাশারী গ্রাম এলাকায় বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়। 

নিহত আবু বক্কর ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের সৈয়দনগর এলাকার মো. ফজল হকের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাতে পিঠাপাশারী এলাকায় ব্যাডমিন্টন খেলতে যান আবু বকর। এ সময় বিদ্যুৎ লাইনে সমস্যা হলে তিনি বিদ্যুতের সংযোগ নিতে বাঁশ দিয়ে বিদ্যুতের খুঁটিতে তার লাগানোর সময় বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

আবু বক্করের বাবা ফজল হক হাসপাতালের মর্গের সামনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আবু বক্কর পাইপ ফিটারমিস্ত্রি ছাড়াও বিদ্যুৎমিস্ত্রির কাজও করত। ওই দিন রাতে সে বাড়ি থেকে খেলতে যাওয়ার আগে তার মাকে বলে এসেছিল, খেলা শেষে বাড়ি গিয়ে ভাত খাবে। আর কোনো দিন মায়ের হাতে ভাত খাওয়া হবে না।’ 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহটি বর্তমানে ফেনী আধুনিক সদর হাসপাতালের মর্গে রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত