Ajker Patrika

লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু 

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ১৪ মে ২০২২, ১৯: ৪৫
লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু 

বান্দরবানে খেলাধুলা করতে গিয়ে লেকের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে তাদের মরদেহ পানি থেকে উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে আলীকদম থানার পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা। 

ওই দুই বোন হলো সিরাজ কার্বারি পাড়ার বাসিন্দা মাহমুদ উল্লাহর মেয়ে মারুফা আক্তার (৭) ও মাহফুজা আক্তার ৪)। তারা আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কার্বারি পাড়া এলাকায় খেলাধুলা করতে গিয়ে মাছ চাষের লেকের পানিতে পড়ে ডুবে মারা যায়। 

চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব আলম নিহত দুই বোনের পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে দুই বোন লেকপাড়ের আমগাছের নিচে খেলাধুলা করতে যায়। তারা বাড়ি ফিরে না আসায় খোঁজ নিতে পরিবারের লোকজন পাশের এলাকা ও লেকে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে রাত দেড়টার দিকে মাহফুজার মরদেহ লেকের পানিতে ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে। আজ সকালে মারুফার মরদেহ পাওয়া যায়। 

আলীকদম থানার উপপরিদর্শক এনামুল হক সাংবাদিকদের কাছে দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, একজনের মরদেহ গতকাল গভীর রাতে ও অপরজনেরটা আজ সকালে পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত