Ajker Patrika

চকরিয়ায় বজ্রপাতে নিহত ২

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চকরিয়ায় বজ্রপাতে নিহত ২

কক্সবাজারের চকরিয়া উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার কাকারা ও পৌরসভার পালাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী। 

নিহতরা হলেন কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা গ্রামের ওসমান গণি (৫০) ও চকরিয়া পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের তছলিমা বেগম (৩৫)। 

পুলিশ ও স্থানয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ওসমান গণি বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি অজ্ঞান হন। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয় লোকজন ও স্বজনেরা। পরে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

অন্যদিকে সকাল ৮টার দিকে বৃষ্টির সময় পৌরসভার পালাকাটা কালাচাঁদপাড়া গ্রামের খেত থেকে গরু গোয়াল ঘরে আনার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান তছলিমা বেগম। 

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘শুক্রবার সকালে বজ্রপাতে নারীসহ দুজনের মৃত্যু হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত