Ajker Patrika

বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মিরাজ পেয়েছে জিপিএ ৫  

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া মিরাজ পেয়েছে জিপিএ ৫  

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার মরদেহ বাড়িতে রেখে পরীক্ষা দেওয়া পরিক্ষার্থী মাহিদুল হোসাইন খান মিরাজ (১৬) জিপিএ ৫ পেয়েছে। আজ সোমবার দুপুরে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মিরাজের মামা মো. আরিফুল ইসলাম।  

মিরাজ আখাউড়া পৌরসভার দেবগ্রাম দক্ষিণপাড়া গ্রামের গ্রিনভ্যালি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক মৃত মো. মোতাহের হোসেন খানের (৫২) ছেলে। সে ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় দেয়।

মিরাজের মামা আরিফুল ইসলাম জানান, গত ২১ সেপ্টেম্বর মিরাজের বাবা মোতাহার হোসেন খান মারা যান। ওই সময় মিরাজের এসএসসি পরীক্ষা চলছিল। পরদিন ২২ সেপ্টেম্বর মিরাজের বাবার জানাজার নামায অনুষ্ঠিত হয়। ওই দিন সকালেই বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দেয় মিরাজ।

ছেলের ভালো ফলাফলে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন মিরাজের মা তাসলিমা বেগম। এ সময় তিনি বলেন, ‘ছেলের ফলাফলে আমি সন্তুষ্ট। আমার ছেলে তার বাবার মরদেহ বাড়িতে রেখেই গণিত পরিক্ষায় অংশ নেয়। আজ ছেলের রেজাল্ট দিয়েছে এবং ভালো ফলাফল করেছে। আজ তার বাবা বেঁচে থাকলে অনেক খুশি হতেন।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

রাবির অধ্যাপকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের কোন নিয়ম ভঙ্গের জন্য ট্রান্স নারী শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার, জানতে চান ১৬২ নাগরিক

টাইফয়েড টিকাদান কর্মসূচি পেছাল, পাবে ৫ কোটি শিশু-কিশোর

রাশিয়া খুবই বড় শক্তি, চুক্তি ছাড়া ইউক্রেনের কোনো গতি নেই: ট্রাম্প

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত