চবি প্রতিনিধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক ডয়েচে ভেলে একাডেমির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ‘IDEATHON: Constructive Journalism in Bangladesh’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল ৯টা থেকে কর্মশালার মূল অংশগ্রহণকারীদের নিয়ে সংরক্ষিত একটি সেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশে গঠনমূলক সাংবাদিকতার চর্চা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার প্রয়াসে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা। দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী, তিনটি মূলধারার গণমাধ্যমের সাংবাদিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সিএজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক সিএজে-সিইউ-এর কমিউনিটি রেডিও অনুশীলনকারী, উন্নয়ন পেশাজীবী এবং নিউজরুম ম্যানেজারসহ অনেকেই এই এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক সভাপতিত্ব করেন। বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক ও সাম্প্রতিক সময়ে একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডয়েচে ভেলের বাংলাদেশ-ইন্ডিয়া-আফগানিস্তান এর প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন।
শুভেচ্ছা বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. সহিদ উল্যাহ। একুশে পদক পাওয়ায় এম এ মালেককে শুভেচ্ছা জানিয়ে লিখিত পত্র পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুল দিয়ে বরণ করে নেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা রাজীব নন্দী ৷
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানভিত্তিক ডয়েচে ভেলে একাডেমির যৌথ আয়োজনে দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে ‘IDEATHON: Constructive Journalism in Bangladesh’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
এর আগে, সকাল ৯টা থেকে কর্মশালার মূল অংশগ্রহণকারীদের নিয়ে সংরক্ষিত একটি সেশন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী সেশনে বিভাগে অধ্যয়নরত বিভিন্ন বর্ষের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বাংলাদেশে গঠনমূলক সাংবাদিকতার চর্চা ও সুষ্ঠু বিকাশ নিশ্চিত করার প্রয়াসে অনুষ্ঠিত হচ্ছে এ কর্মশালা। দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থী, তিনটি মূলধারার গণমাধ্যমের সাংবাদিক, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সিএজে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, চট্টগ্রামের স্থানীয় সাংবাদিক, ক্যাম্পাস সাংবাদিক সিএজে-সিইউ-এর কমিউনিটি রেডিও অনুশীলনকারী, উন্নয়ন পেশাজীবী এবং নিউজরুম ম্যানেজারসহ অনেকেই এই এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী পর্বে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি শহীদুল হক সভাপতিত্ব করেন। বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর সম্পাদক ও সাম্প্রতিক সময়ে একুশে পদকপ্রাপ্ত এম এ মালেক, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুস্তাফিজুর রহমান সিদ্দিকী ও ডয়েচে ভেলের বাংলাদেশ-ইন্ডিয়া-আফগানিস্তান এর প্রোগ্রাম ডিরেক্টর প্রিয়া এসেলবর্ন।
শুভেচ্ছা বক্তব্য দেন কর্মশালার আহ্বায়ক প্রফেসর ড. সহিদ উল্যাহ। একুশে পদক পাওয়ায় এম এ মালেককে শুভেচ্ছা জানিয়ে লিখিত পত্র পাঠ করেন বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন। এ সময় অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। আজাদীর সম্পাদক এম এ মালেককে ফুল দিয়ে বরণ করে নেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় ছাত্র উপদেষ্টা রাজীব নন্দী ৷
খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
৪৪ মিনিট আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগেসন্ত্রাসী কার্যকলাপের জন্য চাঁপাইনবাবগঞ্জের এক বিএনপি নেতা আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ-সংক্রান্ত তিনজনের একটি ফোনকল রেকর্ড ছড়িয়ে পড়েছে। এ ফোনকল রেকর্ড নিয়ে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনে তোলপাড় চলছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা ওবায়েদ পাঠান বলছেন, তিনি কখনো অস্ত্র ছুঁয়েও দেখেননি।
১ ঘণ্টা আগে