Ajker Patrika

মেঘনায় জাটকা ধরায় ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৪: ৩৭
মেঘনায় জাটকা ধরায় ১০ জেলের কারাদণ্ড

চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার কারণে ১২ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ১০ জেলেকে এক মাস করে কারাদণ্ড এবং দুই জেলে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার দুপুরে এসব তথ্য জানান চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। 

এর আগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত মেঘনার মোহনা এলাকায় অভিযান পরিচালনা করে জেলেদের আটক করে টাস্কফোর্স। অভিযান শেষে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক। 

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন—জাহাঙ্গীর ব্যাপারী (৩০), মো. আলমগীর (২৫), মাইনুদ্দীন (৩৬), মনসুর (২৯), আবুল সরদার (৫০), আক্কাছ আলী প্রধানিয়া (৩৫), সুমন পাটওয়ারী (২৩), আবুল হোসেন (২৩), মো. সালমান (৩০), জাহাঙ্গীর (৪৫)। 

সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানের সময় ৪০ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। রাতেই জব্দ করা কারেন্টজাল কোস্ট গার্ড স্টেশন এলাকায় আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়। এ সময় জব্দ করা নৌকা মামলার আলামত হিসেবে কোস্টগার্ড হেফাজতে রয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেন, কোস্ট  গার্ড ও নৌ পুলিশের সদস্যরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত