Ajker Patrika

চুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের হামলায় আহত ১ 

চুয়েট প্রতিনিধি
চুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের হামলায় আহত ১ 

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শেখ রাসেল হলে ছাত্রলীগের একপক্ষ কর্তৃক অপর পক্ষকে হামলায় এক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা ৫৫ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত ১১টা ৫০ মিনিটের দিকে শেখ রাসেল হলে হঠাৎ শোরগোল শুরু হয়। শহীদ তারেক হুদা হল ও শহীদ মোহাম্মদ শাহ হলের কতিপয় ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটাসহ প্রবেশ করে। এরপর হলে অনেক জোরে আওয়াজ হতে থাকে। ছাত্রলীগের কর্মীদের ছোটাছুটি করতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই চুয়েট শাখা ছাত্রলীগের সাহিত্য বিষয়ক উপসম্পাদক ও শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী মো. রাকিব উদ্দিন চৌধুরীর মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। 

পরে দ্রুত তাঁকে চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে চুয়েট মেডিকেল সেন্টারে নেওয়া হয় ৷ সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখানে তার মাথায় কয়েকটি সেলাই দেওয়া হয়েছে। 

আহত রাকিব উদ্দীন চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি রাতে হলেই অবস্থান করছিলাম। হঠাৎ শহীদ মোহাম্মদ শাহ হল ও শহীদ তারেক হুদা হলের ছাত্রলীগ কর্মী ১৬ ব্যাচের নিশান, রাম, রিফাত, ১৭ ব্যাচের প্রিয়ম, কাব্য, রুম্মান ও ১৮ ব্যাচের মুন্না, তৌফিক, নীরব, রাজিনসহ আরও অনেকে এসে এলোপাতাড়ি আমার ওপর হামলা করেন। একপর্যায়ে তারা আমার মাথায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে আমি আহত হই।’ 

এদিকে অভিযোগ অস্বীকার করেন শহীদ তারেক হুদা হলের ছাত্রলীগ নেতা ও চুয়েট শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইফফাত হক নিশান বলেন, ‘রাকিবের সকল অভিযোগ বানোয়াট ও মিথ্যে। আমাদের কোনো ছাত্রলীগ কর্মী সেখানে যায়নি।’ 

এ ছাড়া শহীদ মোহাম্মদ শাহ হলের ছাত্রলীগ কর্মী সাফকাত আর রুম্মান বলেন, ‘উক্ত হামলা কে বা কারা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না। আমাদের কারও দ্বারা এ কাজ হয়নি।’ 

এর আগে ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন আহত হওয়ার অভিযোগ উঠে। ওই দিন বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরালে ফুল দেওয়ার সময় এ ঘটনার ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টায় শেখ রাসেল ও তারেক হুদা হলের ছাত্রলীগের প্রায় ৫০ জন সদস্য ফুল দেওয়ার উদ্দেশ্যে বঙ্গবন্ধু ম্যুরালের সামনে জড়ো হন। তখন দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। 

শেখ রাসেল হলের ছাত্রলীগের কর্মীরা অভিযোগ করে বলেন, পুষ্পস্তবক অর্পণের সময় শহীদ তারেক হুদা হলের শিক্ষার্থী আজহারুল ইসলাম মাহমুদ মুন্না তাদের ধাক্কা দেয়। 

অন্যদিকে তারেক হুদা হলের ছাত্রলীগ কর্মীরা বলেন, ওই দিন বেলা ৩টা নাগাদ তারেক হুদা হলের আজহারুল ইসলাম মাহমুদ (মুন্না) নামক এক শিক্ষার্থীকে শেখ রাসেল হলের ক্যানটিনে মারধর করা হয়েছে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। 

অভিযোগ অস্বীকার করে শেখ রাসেল হলের ছাত্রলীগ কর্মী বলেন, ক্যানটিনে মুন্না আমাদের সকালের ঘটনাকে কেন্দ্র করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। আমরা তাকে থামানোর চেষ্টা করি। একপর্যায়ে কথা-কাটাকাটি শুরু হয়। এরপর সে তারেক হুদা হলের দিক থেকে অনেক শিক্ষার্থীকে লাঠিসোঁটা নিয়ে শেখ রাসেল হলের দিকে আসতে থাকে। তারা শেখ রাসেল হলের গেটে ভাঙচুর করারও চেষ্টা চালায়। 

হাতাহাতি বিষয়ে আজহারুল ইসলাম মাহমুদের (মুন্না) সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। 

চুয়েট ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের পাঠাগার সম্পাদক সৈয়দ ইমাম বাকের ঘটনার বিষয়ে বলেন, পরপর তিনবার এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক। শান্ত ক্যাম্পাসে এমন ঘটনা কখনোই কাম্য নয়। আমার মনে হচ্ছে এখানে বাইরের কারও ইন্ধন থাকতেও পারে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা করব। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম বলেন, ছাত্রলীগের তৃতীয় দফায় এই সংঘর্ষের ঘটনা গতকাল রাতে সংগঠিত হয়েছে ৷ বিষয়টি অত্যন্ত দুঃখজনক। বঙ্গবন্ধুর জন্মদিনে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত। আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে। 

এদিকে ক্যাম্পাসে এসব ঘটনার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গতকাল রাতে শিক্ষার্থীদের নিরাপত্তায় রাতে হলের মেইন গেটগুলো ও হল ক্যানটিন বন্ধ রাখা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিক্ষোভ থেকে সহিংসতায় উত্তাল ভাঙ্গা, মসজিদে আশ্রয় নিয়েছেন পুলিশ সদস্যরা

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

উত্তাল ভাঙ্গা: থানাসহ চারটি সরকারি দপ্তরে হামলা-ভাঙচুর, পুলিশসহ আহত অনেকে

সন্তানের গলা কেটে লাশ বাবার হাতে তুলে দিলেন মা

ফেব্রুয়ারিতে নির্বাচনসহ ৫ দাবিতে জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত