Ajker Patrika

মতলব উত্তরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল

প্রতিনিধি
আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০: ২৩
মতলব উত্তরে ধরা পড়ল বিরল প্রজাতির চিতা বিড়াল

মতলব উত্তর (চাঁদপুর): চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় হরিনায় বিরল প্রজাতির চিতা বিড়াল ধরা পড়েছে। আজ মঙ্গলবার সকালে বিরল প্রজাতির একটি চিতা বিড়াল ধরেছে স্থানীয় লোকজন।

জানা যায়, মঙ্গলবার সকালে হরিনা চৌরাস্তা এলাকায় কয়েকটি কুকুর একটি চিতা বিড়ালকে তাড়া করছিল। পরে বিড়ালটি পালিয়ে স্থানীয় সুজন লকরের দোকানে ঢুকে পরে। এলাকাবাসী এসে সেটিকে ধরে ফেলে। পরে সেটিকে মতলব উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে আসা হয়।

এ বিষয়ে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ফারুক হোসেন বলেন, দেখতে চিতা বাঘের সাবকের মতো হলেও এটি একটি চিতা বিড়াল। ঢাকা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আহসান হাবিব শামীম এটিকে চিতা বিড়াল বলে শনাক্ত করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার গাজি শরিফুল হাসান বলেন, চিতা বিড়াল একটি বিরল প্রজাতি। এলাকাবাসী এটিকে না মেরে সুস্থভাবে ধরে এনেছে এ জন্য এলাকাবাসীকে ধন্যবাদ জানাই। এটি বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত