Ajker Patrika

কক্সবাজার সৈকতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান।  ছবি: আজকের পত্রিকা
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজার শহরের দরিয়ানগর সমুদ্রসৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে বিভিন্ন ধরনের স্থাপনা নির্মাণ করেছিল ফ্লাই এয়ার সি স্পোর্টস নামক একটি প্রতিষ্ঠান। চার বছর আগে মেরিন ড্রাইভ-সংলগ্ন এই সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি নিয়ে প্রতিষ্ঠানটি বালিয়াড়ি দখল করে টয়লেট, কর্মচারী থাকার ঘরসহ অন্তত চারটি স্থাপনা নির্মাণ করে।

জেলা প্রশাসনের অনুমতি ছাড়া এসব স্থাপনা নির্মাণের অভিযোগে আজ সোমবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে সেখানে তৈরি করা সব স্থাপনা উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জেলা প্রশাসন থেকে প্রতিষ্ঠানটিকে দরিয়ানগর সৈকতে প্যারাসেইলিংয়ের অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু তারা বালিয়াড়ি দখল করে বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি করেছে। এতে জেলা প্রশাসনের কোনো অনুমতি ছিল না।

কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান।  ছবি: আজকের পত্রিকা
কক্সবাজার সৈকতে উচ্ছেদ অভিযান। ছবি: আজকের পত্রিকা

এর আগে ২০ মে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটক দম্পতি আহত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখেছে জেলা প্রশাসন।

প্যারাসেইলিং পরিচালনাকারী প্রতিষ্ঠান ফ্লাই এয়ার সি স্পোর্টসের মালিক মোহাম্মদ ফরিদ বালিয়াড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, সমুদ্রসৈকতে এ ধরনের অস্থায়ী স্থাপনা রয়েছে। প্যারাসেইলিংয়ের মালপত্র সংরক্ষণ করতে অস্থায়ী ঘরগুলো করা হয়েছিল। এগুলো সরানোর নির্দেশ দিলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরানো হতো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে অপরাধ: ১৪ ভাগ করে মিরপুর নিয়ন্ত্রণ করছে চার শীর্ষ সন্ত্রাসী

ওসমান হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

আজকের রাশিফল: প্রাক্তন ফোন করবে ও পুরোনো পাওনা টাকার কথা স্মরণ হবে, তবে পরিণতি একই

গুলিবিদ্ধ হাদি ও নির্বাচন

এলাকার খবর
Loading...